Midnapore

Midnapore: ঘড়ি ধরে, পঞ্জিকা মতে মনোনয়ন জমা পদ্ম-প্রার্থীর! পাশে পেলেন দিলীপ-সৌমেন্দুকে; জয়ের স্বপ্নে বিভোর শুভজিৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: কার্যত জনজোয়ারে ভেসেই মনোনয়ন জমা দিলেন শহর মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ তথা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। ‘দ্বন্দ্ব’ ভুলে শুভজিতের মনোনয়নের মিছিলেও যেন ঐক্যের সুর! একদিকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বরাও। ঘড়ি ধরে, পঞ্জিকা মেনে বিকেল ৩টা ৪২ মিনিটে মনোনয়নের কাগজে স্বাক্ষর করেন শুভজিৎ। মনোনয়নপত্র জমা দেন বিকেল ৩টা ৫০ মিনিটের মধ্যে! তার আগে হাসিমুখে সাংবাদিকদের জানালেনও, “আমরা সনাতনী হিন্দু। তাই, পাঁজি-পুঁথি এসব মেনে চলি। সেই নিয়ম মেনেই মনোনয়ন জমা করলাম।” তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং বটতলাচকের কালী মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন বিজেপি প্রার্থী। জেতার বিষয়েও আত্মবিশ্বাসী শুভজিৎ। বললেন, “জনজোয়ার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফল আমাদের অনুকূলেই যাবে। এটা উপনির্বাচন, তাই লড়াই কঠিন। কিন্তু, মানুষ আর জি কর কাণ্ড সহ নারী নির্যাতনের প্রতিবাদে এবং দুর্নীতি-অপশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। লোকসভা নির্বাচনে আমরা মাত্র ২১০০ ভোটে পিছিয়ে ছিলাম। এবার আমরা জেতার জন্য আরো বেশি লড়াই করছি। রাজ্য নেতৃত্বের সকলেই আমার পাশে আছেন। এই সিট আমরা জিতব।”

ক্ষুদিরাম বসু’র মূর্তির পাদদেশে:

এই আসনের ইনচার্জ শুভেন্দু-ভ্রাতা সৌমেন্দু অধিকারী। সুসজ্জিত মিছিলের সামনের সারিতে হাঁটলেন তিনি। অপরদিকে, শুভজিতের হুডখোলা জিপের সামনের আসনে ‘সারথি’র মতোই বসেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বলেন, “এই সরকার চারিদিক থেকে দুর্নীতি এবং অপকর্মের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আর.জি.কর কান্ডের প্রতিবাদে সাধারণ মানুষ গত ২ মাস ধরে রাস্তায় আছেন। এবার বিজেপি-কেই তাঁরা ভোট দেবেন। লোকসভাতে আমরা শহর এলাকায় এগিয়ে ছিলাম। কিন্তু, গ্রামীণে একটু পিছিয়ে ছিলাম। আমাদের প্রার্থীকে গ্রামীণ এলাকায় আরও জোর দিতে বলব। আমরাও যাব।” অন্যদিকে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বেলা ১টা-২টোর মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তিনি এও জানিয়েছেন, “তার আগে সকাল সাড়ে ১১টা নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে হাজার-হাজার কর্মী-সমর্থকদের নিয়ে সুসজ্জিত মিছিল করা হবে।” বিশ্বনাথ জানিয়েছেন, “মনোনয়নের মিছিল দেখেই আপনারা একটা আঁচ পেয়ে যাবেন, ব্যবধান কত হবে!”

হুডখোলা জিপের সামনে দিলীপ ঘোষ:

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

9 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

13 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

24 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago