Midnapore

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ! সেই সঙ্গে দেবীর কাছে ‘তিলোত্তমা’ বা ‘অভয়া’র জন্য বিচারও চাইলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সহ-সভাপতি তথা পেশায় শিক্ষক রমাপ্রসাদ গিরি। সুসজ্জিত মণ্ডপে দেওয়া হল ‘উই ওয়ান্ট জাস্টিস’ (We Want Justice) পোস্টার। উল্লেখ্য যে, রীতি মেনে এবারও নিজের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন রমাপ্রসাদ। বুধবার (১৬ অক্টোবর) রাতে তাঁর মেদিনীপুর শহরের (খাপ্রেলবাজারের) বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, জেলা মুখপাত্র অরূপ দাস সহ জেলা ও শহর বিজেপি-র নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষজন থেকে প্রতিবেশী-পরিজনেরাও।

কোজাগরী লক্ষ্মী পুজোর মণ্ডপে:

পুজো উপলক্ষে অতিথিদের জন্য অন্নভোগের আয়োজনও করা হয়েছিল। তবে, সেসব ছাড়িয়ে অতিথিদের নজর চলে যায় মণ্ডপের গায়ে সাঁটানো ‘উই ওয়ান্ট জাস্টিস’ পোস্টারের দিকেই! এনিয়ে রমাপ্রসাদ বলেন, “পুজো-অর্চনা তো রীতি ও শাস্ত্র মেনে হবেই। সেই সঙ্গে আর জি কর কাণ্ডের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদও চলবে। ‘তিলোত্তমা’ বা ‘অভয়া’-র খুনিদের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতেও আমরা আপামর রাজ্যবাসী ঐক্যবদ্ধ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে। এনিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। তবে, আমরা আমাদের বাড়ির পুজোতে মায়ের কাছে যেমন নানা প্রার্থনা করি, ঠিক সেভাবেই মায়ের ‘কন্যা’ তিলোত্তমা বা অভয়ার জন্য ‘ন্যায়বিচার’ও চেয়েছি।” রমাপ্রসাদের এই প্রতিবাদী ভাবনা ও মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অতিথি হিসেবে উপস্থিত শুভজিৎ, অরূপরাও।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago