Midnapore

Midnapore: “SP ঘোষের অত্যাচার এখনো ভুলতে পারিনি, MP ঘোষের আমলে অনেক শান্তিতে আছি!” দিলীপের নামেই দেওয়াল লিখন মেদিনীপুর, খড়্গপুর থেকে শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: “২০০০ সাল থেকে আমি পর পর তিন বার কাউন্সিলর হয়েছি। ২০১৫ সালে জেতার পর, তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ আমাদের হুমকি দেয় তৃণমূলে যোগদান করার জন্য। এমনকি আমাদের তুলে নিয়ে যাওয়া হয় তাঁর বাংলোতে। সেখানে বিভিন্নভাবে ভয় দেখানো হয়। আমার ছেলে থেকে শুরু করে পরিবারের সদস্যদের নামে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত চাপ দিয়ে আমাদের তৃণমূলে যোগদান করানো হয়েছিল। এখনো সেই দিনগুলোর কথা ভুলতে পারিনি। তাই, ভারতী ঘোষকে আমাদের নেত্রী বা প্রার্থী হিসেবে মেনে নিতে পারব না।” শনিবার দুপুরে একটি ভিডিও বার্তায় ঠিক এভাবেই অতীতের কথা স্মরণ করেছেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভার ২৫-নং ওয়ার্ডের (কৌশল্যা) প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় বিজেপি নেত্রী বেলা রানী অধিকারী। মেদিনীপুর লোকসভার প্রার্থী হিসেবে বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম জল্পনায় উঠে আসার পরই মুখ খুলেছেন বেলা রানী। শুধু বেলা রানী নয়, খড়্গপুর শহরের অসংখ্য দিলীপ অনুগামী থেকে শুরু করে সাধারণ মানুষও এদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের জয়গান গেয়েছেন। একইসঙ্গে তাঁরা শাসকদল তৃণমূলের মদতে তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে, বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র) ভারতী ঘোষের ‘অত্যাচার’-র কথাও তুলে ধরেছেন

দিলীপ ঘোষ (ফাইল ছবি):

খড়গপুরের সাধারণ বিজেপি সমর্থক থেকে শুরু করে আমজনতার মুখেও উঠে এসেছে, ২০১৭ সাল পর্যন্ত তৎকালীন জেলা পুলিশ সুপার হিসেবে শাসকদলের (তৃণমূলের) হয়ে ভারতী ঘোষের একাধিক ‘কীর্তি’র কথা! অনেকেই মনে করিয়ে দিয়েছেন, তিনিই প্রথম বর্তমান মুখ্যমন্ত্রীকে জঙ্গলমহলের ‘মা’ হিসেবে ভূষিত করেছিলেন! দিলীপ ঘোষের সমর্থনে তাঁরাই ক্যামেরার সামনে জানিয়েছেন, “গত ৫ বছর ধরে আমরা অনেক শান্তিতে আছি। শুধুমাত্র দিলীপ ঘোষের জন্যই আমরা সুখে, শান্তিতে রেল শহরে বাস করতে পারছি!” এদিকে, খড়্গপুর ছাড়াও মেদিনীপুর, শালবনী সহ বিভিন্ন এলাকায় দিলীপ ঘোষের সমর্থনের দেওয়ালও লিখে ফেলেছেন কর্মীরা। উল্লেখ্য যে, আজ অথবা কাল বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার বাকি ২৩টি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর। আর তার ঠিক আগেই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সমর্থনে আর ভারতী ঘোষের বিরোধিতায় মুখ খুললেন বিজেপি কর্মীরা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে!

প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ (ফাইল ছবি):

এই বিষয়ে বিজেপি-র জেলা মুখপাত্র অরূপ দাসের মন্তব্য, “কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত! যেই প্রার্থী হোক না কেন, মেদিনীপুর লোকসভা আসনে এবারও আমরাই জিতব। আর দিলীপ দা এখানের দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তাঁর প্রতি ভালোবাসা থেকেই হয়তো কোন কোন কর্মীরা ব্যক্তিগত উদ্যোগে তাঁর নামে দেওয়াল লিখেছেন। দলের তরফে যে সমস্ত দেওয়াল লিখন করা হয়েছে, সেখানে প্রার্থীর নামের জায়গা এখনও ফাঁকা রাখা হয়েছে!” অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা মন্তব্য করেছেন, “বিজেপি গোষ্ঠী-কোন্দলে জর্জরিত! আমি শুধু এটুকুই বলব, দিলীপ ঘোষ বিজেপি-র প্রার্থী হলে আমরা কমপক্ষে ২ লক্ষ ভোটে জিতব আর ভারতী ঘোষ প্রার্থী হলে ৪ লক্ষ ভোটে জিতব!”

দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখন:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago