Midnapore

Midnapore: পুজোর আগে মেদিনীপুর শহরে শুরু হল ৪০ তম তাঁত মেলা! ৪ কোটি টাকার বেচাকেনা হবে, আশাবাদী উদ্যোক্তারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: জেলা শহর মেদিনীপুরের পুজো মানেই তাঁত মেলা! শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ‘তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা’ যেন বয়ে নিয়ে আসে পুজোর আগমনী বার্তাও। এবার অনুষ্ঠিত হচ্ছে, ৪০ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে সাড়ম্বরে উদ্বোধিত হয়েছে এই তাঁত মেলার। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ও মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত শিল্পীরা এবারও উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী তাঁত, খাদি, সুতি বা হ্যান্ডলুমের শাড়ি ও জামাকাপড়ের পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। প্রায় একশোর কাছাকাছি স্টল বসেছে এবার। মেলা চলবে ১৪ সেপ্টেম্বর অবধি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত বেচাকেনা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বিজ্ঞাপন (Advertisement):

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জেলা পরিষদ প্রাঙ্গণে ৪০ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেছেন জেলাশাসক আয়েশা রানী এবং জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিধায়ক ও সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক পরেশ মুর্মু, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। ক্ষুদ্র শিল্প দপ্তরের কর্মাধক্ষ্য শৈবাল গিরি জানিয়েছেন, “২০২২-এর এপ্রিলে অর্থাৎ চৈত্র কালীন যে মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বেচাকেনা হয়েছিল। এবার, পুজোর সময় তা বাড়বে বলে আমাদের অনুমান। লক্ষ্যমাত্রা রয়েছে ৪ কোটি টাকা। এবছর প্রায় ৯৮-টি স্টল করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার তাঁতিরা বা তাঁত শিল্পীরা তাঁদের পসরা নিয়ে এসেছেন।” উল্লেখ্য যে, ৯৮-টি স্টলের মধ্যে এবার ১০-১২ টি স্টল পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় তাঁত শিল্পীদের জন্য বরাদ্দ করা হয়েছে। শনিবার বিকেলে বীরভূমের বোলপুর থেকে আসা এক তাঁত শিল্পী বললেন, “এই সবে দু’দিন হল। এখনও তেমনভাবে কেনাকাটা শুরু হয়নি।‌ এখন ক্রেতারা দেখে নিচ্ছেন ভালো করে। দু’একদিনের মধ্যেই বিক্রিবাটা বাড়বে বলে আমরা আশাবাদী। মেদিনীপুর আমাদের কখনও আশাহত করেনি! আমি এই নিয়ে ৯ বার এলাম। রাজ্যের মধ্যে সর্বাধিক বিক্রি মেদিনীপুরেই হয়।”

মেদিনীপুর শহরের তাঁত মেলা (নিজস্ব চিত্র):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago