Midnapore

Medinipur: মনোনয়ন দিলেও প্রচারে নেই মেদিনীপুর আসনের একমাত্র ‘নির্দল’ নান্টু! ‘জয়’ নিয়ে আশাবাদী বাকি চার জনই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: নাম ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার। স্বাভাবিকভাবেই মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরা এই ছুটির দিনটিকে পুরোদস্তুর কাজে লাগানোর চেষ্টা করলেন সকাল থেকেই। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট (CPI) ও কংগ্রেস- যুযুধান চার দলের প্রার্থীরা ছাড়াও এই আসনে একজন ‘গোঁজ’ (বা, নির্দল) প্রার্থীও আছেন! তিনি নান্টু কুইলা। নারায়ণগড়ের বিরবিরা এলাকার বাসিন্দা। এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত। তা সত্ত্বেও মেদিনীপুর বিধানসভা আসনে মনোনয়ন দিলেন কেন? এখনও স্পষ্ট নয়। নান্টু নিজে জানিয়েছেন, “মনোনয়ন দিয়েছি কেন, পরে আপনাদের জানাব।” এখনও প্রচার শুরু করেন নি নান্টু। রবিবাসরীয় প্রচারে বাকি চারজন ঝড় তুললেও, নান্টুর দেখা নেই! তবে কি নাম প্রত্যাহার করে নেবেন আগামীকাল (২৮ অক্টোবর)? নান্টু জানালেন, “না!” নান্টুকে প্রশ্ন করা হয়, আপনাদের দলের প্রার্থী (শুভজিৎ রায়) থাকা সত্ত্বেও; মনোনয়ন দিলেন কেন? কিছুটা বিরক্ত হয়েই নান্টু জানান, “বললাম না, এখন এনিয়ে আমি মুখ খুলবো না! পরে আপনাদের ডেকে সব জানাব।” এ নিয়ে অবশ্য বাকি চার প্রার্থীরই কোনও উৎসাহ নেই। সকাল থেকে মেদিনীপুর শহরের কোতোয়ালী বাজার সহ বিভিন্ন এলাকায় প্রচার, জনসংযোগ প্রভৃতি চালিয়ে গেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। শুভজিৎ বলেন, “এই বিষয়ে এখনও খোঁজ নেওয়া হয়নি! যা বলার দল বলবে।” তবে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে তিনি অভিভূত বলে এদিন সন্ধ্যায় জানান বিজেপ প্রার্থী শুভজিৎ। তিনি বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য মুখিয়ে আছেন। অভূতপূর্ব সাড়া পাচ্ছি।” মেদিনীপুরবাসীকে স্বচ্ছ প্রশাসন আর সার্বিক উন্নয়ন দেওয়াই তাঁর লক্ষ্য বলেও জানিয়েছেন।

শালবনীর সাওড়াতে সুজয়:

অন্যদিকে, ৮নং গড়মাল অঞ্চলের সাওড়া বুথের শীতলা মন্দিরে পুজো দিয়ে রবিবার (২৭ অক্টোবর) থেকে শালবনী ব্লকের ৫টি অঞ্চলে প্রচার শুরু করেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। জঙ্গলমহলে প্রথম দিনের প্রচারেই রীতিমত ঝড় তোলেন তিনি। এদিন সকাল সকাল নিজের স্কুটি নিয়ে সাওড়া এলাকায় পৌঁছে যান তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয়। তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন গ্রামের মহিলা ও প্রবীণরা। এরপর মন্দিরে পুজো দিয়ে শীতলা মায়ের আশীর্বাদ নেন তিনি। তারপর ওই এলাকায় জনসংযোগ করেন সুজয়। একটি কর্মী বৈঠকেও সামিল হন। দুপুরে দলীয় কর্মীদের নিজের হাতে খাবার পরিবেশনও করেন তিনি। সুজয়কে ঘিরে এদিন শালবনীর দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন সুজয়ের সঙ্গে ছিলেন দলের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মামণি মাণ্ডি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাতো, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদের শিশু ও নারীকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তি টুডু প্রমুখ।

প্রচারে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়:

অন্যদিকে, রবিবাসরীয় প্রচারে মেদিনীপুর শহরে ঝড় তোলার চেষ্টা করেছেন কংগ্রেস প্রার্থী শ্যামল কোষ এবং সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুইও। জয়ের বিষয়ে আশাবাদী দু’জনই। সকালে দলের জেলা কার্যালয় (বিদ্যাসাগর হলের সামনে) থেকে দলের জেলা নেতৃত্বদের সাথে বেরিয়ে পায়ে হেঁটে প্রচার ও জনসংযোগ করেন কংগ্রেস প্রার্থী। এরপর বাড়িতে বাড়িতেও যান তিনি। বিকেল নাগাদ জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মানুষ এবার জাতীয় কংগ্রেসকেই বেছে নেবে। কারণ, মানুষ এখন বুজতে পারছেন বাংলা তথা ভারতে জাতীয় কংগ্রেসকেই ফের দরকার। এছাড়া আর কোনও উপায় নেই! দীর্ঘদিন পর মেদিনীপুর বিধানসভার মানুষ হাত চিহ্নে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এবার সাধারণ মানুষ সেই সুযোগ কাজে লাগাবেন বলেই আমি মনে করি।” তাঁর দাবি, “তৃণমূল আর বিজেপি কয়েনের এপিঠ আর ওপিঠ। বিভিন্ন ক্ষেত্রেই ওদের মধ্যে আঁতাত আছে। আর এ রাজ্যে তৃণমূল সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে। নেতারা কোটি-কোটি টাকা লুটে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে। মানুষ টেলিভিশন আর সমাজমাধ্যমের দৌলতে তা দেখছেনও। শিক্ষা থেকে স্বাস্থ্য, রেশন, গরু, কয়লা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এঁরা। এখনও শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছে।” মেদিনীপুরে শিল্প ও কর্মসংস্থানের বার্তাও নিজের প্রচারে দিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ। অন্যদিকে, সিপিআই তথা বাম প্রার্থী মণিকুন্তল খামরুই এদিন প্রচার শুরু করেন মেদিনীপুর শহরের ৮নং ওয়ার্ডের হাঁসপুকুর এলাকা থেকে। পরে রাজাবাজারেও প্রচার সারেন তিনি। বিকেলে জেলা কার্যালয়ে (রবীন্দ্রনগরে) ফিরে মণিকুন্তল বলেন, “প্রচারে ভালো সাড়া পাচ্ছি। জনসমর্থন বামেদের দিকেই। দুর্নীতি, অপশাসন আর বেকারত্বে ডুবে গেছে পশ্চিমবঙ্গ! মানুষ মুক্তি চাইছে।” আর জি কর কাণ্ডের প্রভাবও এই নির্বাচনে পড়বে বলে দাবি মণিকুন্তল ও শ্যামলের।

সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই:

প্রচারে কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago