Midnapore News

Midnapore: ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে করেই মেদিনীপুরে আসতেন, নুরের গতিবিধি ঘিরে রহস্য দানা বাঁধছে শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় আদি বাড়ি। মেদিনীপুর শহরের অলিগঞ্জ কসাইপাড়া এলাকায় শ্বশুরবাড়ি। স্ত্রী পুনম বিবি ও দুই সন্তান সেখানেই থাকেন। ‘পুলিশ’ (Police) স্টিকার লাগানো কালো গাড়িতে করে প্রতি সপ্তাহের শনিবার নাকি নুর আসতেন শ্বশুরবাড়িতে (মেদিনীপুর শহরে)। সোমবার চলে যেতেন কলকাতায়। সেখানে নাকি ইন্টিরিয়ার ডেকোরেশনের দোকান আছে! এমনটাই দাবি, আজ (শুক্রবার) অর্থাৎ ২১শে জুলাই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হওয়া শেখ নুর আমিনের স্ত্রী পুনম বিবির। কলকাতা পুলিশের দাবি, নুরের আটক করা কালো গাড়িতে পাওয়া গেছে ছুরি-ভোজালি-আগ্নেয়াস্ত্র এবং মাদক। এছাড়াও, পাওয়া গেছে পুলিশ, আইবি এবং বিএসএফের একাধিক ভুয়ো আই.কার্ড! এদিকে, নুরের স্ত্রী-র বক্তব্য, তাঁর স্বামী মানসিক ভারসাম্য হারিয়েছেন। বাইপোলার ডিসঅর্ডারের রোগী। নিয়মিত নাকি ওষুধ খেতে হয়। তাঁর (স্ত্রী-র) আরও দাবি, নুর মানবাধিকার সংগঠনের কর্মী। কলকাতায় ব্যবসাও আছে। একসময় আবার BSF-এর বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই করতেন! প্রশ্ন উঠছে, মানসিক রোগ নিয়ে এতসব সামলাতেন কি করে নুর?

নুরের শ্বশুরবাড়ির এলাকা:

এই মুহূর্তে জেলা শহর মেদিনীপুরের নুর-কে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ মেদিনীপুর শহরের অলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দারা বলছেন, “উনি পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে রাতে রাতে আসতেন। জিজ্ঞেস করলে বলতেন গাড়িটি পুলিশকে দেওয়া আছে।” এদিকে সেই গাড়িতেই আবার পাওয়া গেছে অস্ত্রশস্ত্র ও মাদক। এছাড়াও, পুলিশ, গোয়ন্দা বিভাগ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক ভুয়ো পরিচয়পত্র বা আই.কার্ড-ও পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নুর কোন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন? এদিন, কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে নুর-কে রীতিমত স্যুটেড-বুটেড অবস্থায় গ্রেপ্তার করা হয়। চোখে সানগ্লাস, কালো কোট, সাদা শার্ট পরা নুরের কাছে আইবি-র ভুয়ো আইডেন্টিটি কার্ড দেখেই প্রথমে সন্দেহ হয় পুলিশের৷ তারপরেই শুরু হয় গাড়িতে তল্লাশি৷ একে একে বের হয় ভোজালি, আগ্নেয়াস্ত্র, মাদক৷ মেলে বিভিন্ন এজেন্সির ভুয়ো আইডি কার্ড৷ গ্রেফতার হয় শেখ নুর আমিন৷ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, প্রশ্ন উঠছে বছর ৩৫-৪০’র নুর কি সত্যিই মানসিক ভারসাম্যহীন? নাকি এর পেছনে আছে বড়সড় রহস্য?

কারণ, কলকাতায় নাকি নুরের ইন্টিরিয়র ডেকোরেশনের ব্যবসা। দোকানের সঙ্গে ইদানিং নাকি সেখানে বাড়িও করেছেন। মেদিনীপুর শহরে শ্বশুরবাড়িতে স্ত্রী এবং দুই ছেলে (৯ ও ১১ বছরের) থাকেন। আছেন বৃদ্ধ শশুর-শাশুড়িও। এলাকাবাসীরা জানান, সেখানেই (অলিগঞ্জ কসাইপাড়াতেই) পাকা বাড়ি তৈরি হচ্ছে বড় জামাইয়ের অর্থাৎ নুরের উদ্যোগে। সব মিলিয়ে আর্থিক অবস্থা বা প্রতিপত্তি যে বেশ ভালই, তা মানছেন এলাকাবাসী! নুরের শাশুড়ি সুলতানা বিবি বলেন, “নুর আমার বড় জামাই। ডেবরায় ওদের আসল বাড়ি। তবে, আমার বড় মেয়ে এবং ওদের ছেলেরা এখানেই থাকে। নুর প্রতি শনিবার আসত। সোমবার সকালে চলে যেত। কলকাতায় ইন্টিরিয়ারের ব্যবসা আছে বলে শুনেছি।” তিনি এও জানান, “আমার ছেলে নেই। ছোটো মেয়ের বিয়ে হয়েছে বেলদাতে।” নুরের স্ত্রী-র দাবি, গত ১৪ জুন কলকাতায় এক চিকিৎসকের কাছে নুরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুনমের বক্তব্য, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেও তাঁর স্বামীর সমস্যা কিছুটা বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসককে তিনি জানিয়েছেন বলেও দাবি করেছেন নুর আমিনের স্ত্রী। তাঁর আরও দাবি, মানবাধিকার সংগঠনের কর্মী হিসেবে এদিন একুশে জুলাইয়ের সভায় ডাক পেয়েছিলেন নুর। শুক্রবার সকালেও ফোনে কথা হয়েছে বলে জানান তিনি। শনিবার রাতে মেদিনীপুরে আসবেন বলে ফোনে জানিয়েছিলেন নুর। তাঁর দাবি, “আমরাও টিভিতে দেখে সবকিছু জানতে পারলাম। আমি খুব দুশ্চিন্তায় আছি। প্লিজ আমাকে কোন প্রশ্ন করবেন না!” কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি এও দাবি করেন, “সবকিছুই তো গাড়িতে পাওয়া গেছে। আর, যেটাকে আগ্নেয়াস্ত্র বলা হচ্ছে, ওটা একটা লাইটার! ভালো করে দেখুন গিয়ে।” তবে কি এসব কিছু স্ত্রী পুনম বিবি জানতেন? প্রশ্ন উঠছে, তবে স্বামীকে সতর্ক করেননি কেন? সবমিলিয়ে, একুশে জুলাইয়ের বিশেষ দিনে পশ্চিম মেদিনীপুরের নুর-কে ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে!

মেয়ে-জামাইয়ের ছবি হাতে নুরের শ্বশুরমশাই :

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

6 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

10 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

21 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

2 days ago