Paschim Medinipur

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যু এক কৃষক সহ গবাদি পশুর! ঝড়ের তাণ্ডবে আহত দম্পতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: শেষ ফাল্গুনের বিকেলে যেন প্রাক কালবৈশাখীর তাণ্ডব! ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত। বুধবার বিকেল ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুরে বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের! মৃত্যু হয়েছে দু’টি গবাদি পশুরও। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশপুরের ৬ নং জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশান গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক অশোক পাতর (৫৩) বুধবার বিকেলে মাঠে গরু নিয়ে লাঙ্গল করছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাতে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন! এদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’টি গবাদি পশুরও। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে!

কেশপুরে:

জানা যায়, মৃত অশোক পাতরের বাড়িতে স্ত্রী ও দুই ছেলে আছেন। বিঘা তিনেক কৃষিজমিতে চাষবাস করেই চলতো সংসার। আকস্মিক এই দুর্ঘটনায় যেন বাজ ভেঙে পড়েছে পুরো পরিবারের মাথার উপরই! এদিকে, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রশাসনের তরফে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বুধবার বিকেলে, প্রায় একই সময়ে শালবনীর গোবরু গ্রামে ক্ষনিকের ঝড়ে ঘটে যায় আরেক দুর্ঘটনা! বিকেল ৫-টা নাগাদ ঝড়ের তীব্রতায় গোবরু গ্রামে কালীপদ ঘোষের বাড়ির উঠোনে থাকা একটি গাছ ভেঙে পড়ে অ্যাসবেস্টসের চালার উপর। সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন গৃহকর্তা কালীপদ ঘোষ এবং তাঁর স্ত্রী দেবদাসী ঘোষ। তাঁদের মাথায় ও শরীরে অ্যাসবেস্টসের টুকরো ভেঙে পড়ে। জখম হন দু’জনই! দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন শালবনী থানার আই.সি সহ পুলিশ আধিকারিকরা। আপাতত তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। সন্ধ্যা নাগাদ ওই বাড়িতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আইসি। অপরদিকে, এদিন শালবনী, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির তাণ্ডবও দেখা গেছে। গড়বেতা সহ কিছু এলাকায় শিলাবৃষ্টির তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা!

শালবনীতে:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

7 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

7 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago