Paschim Medinipur

“আমরা বালি ব্যবসায়ী, মাফিয়া নই”, বৈধ বালি ব্যবসায়ীদের যুক্তিতে সায় দিলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: অবৈধ বালি কারবারীদের বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও, বৈধ বালি ব্যবসায়ীদের অভিযোগ ছিলো- তাঁদেরও নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে বুধবার জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন বৈধ বালি ব্যবসায়ীরা। বৈঠকে জেলাশাসক ডঃ রশ্মি কমল ছাড়াও অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা (ভূমি ও ভূমি সংস্কার) এবং দপ্তরের আধিকারিকরা ছিলেন। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই বৈঠকে যোগদান করেন জেলার বালি ব্যাবসায়ীরা। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বৈধ বালি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম রাজেশ চক্রবর্তী।

রাজেশ চক্রবর্তী :

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজেশ বাবু “মাইন এন্ড মিনারেলস আইন- ১৯” এর একের পর এক ধারা তুলে ধরেন বলে জানা গেছে। এই ব্যাখায় সন্তুষ্ট হন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। বালি তোলার ক্ষেত্রে মেশিন ব্যবহার করা যাবে কিনা, নদীর দু’পাড়ের কত ফুট পর্যন্ত খোঁড়া যাবে, বাফার জোনে কিভাবে বালি তোলার কাজ হবে তা আইনসম্মত ভাবে ব্যাখা করেন রাজেশ বাবু। তিনি জানিয়েছেন, “জেলার রাজস্ব আদায়ে অন্য ব্যবসাকে টেক্কা দিয়েছে বালি। লকডাউনে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করেছে বালি। তাই প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, দয়া করে সব বালি ব্যবসায়ীর ওপর মাফিয়া তকমা যেন না সেঁটে দেওয়া হয়। আমরা বৈধ বালি ব্যবসায়ী, মাফিয়া নই!” তিনি এও জানান, ইয়াস বিধ্বস্ত সুন্দরবন, দীঘা, মন্দারমনিতে হাজার হাজার বালি বস্তা তাঁরা পাঠিয়েছেন। সেখানকার গ্রাম বাসীরা তাকিয়ে থেকেছেন কখন বালির বস্তা আসবে! এদিনের বৈঠকে বালি ব্যবসায়ীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের উপর থেকে মাফিয়া তকমা তুলতে হবে। যাঁদের বৈধ কাগজপত্র আছে তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) তুলতে হবে। তা না হলে তাঁরা আন্দোলনে নামার পাশাপাশি বালি ব্যবসা বন্ধ করে লিজ প্রত্যাহার করে নেবেন। এই বিষয়ে জেলা প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে বৈঠকে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago