Passed Away

কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুরের প্রবীণ সিপিআইএম নেতা সনাতন মাজি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রবীণ সিপিআইএম নেতা সনাতন মাজি! শুক্রবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরে, কোভিড আক্রান্ত হন। চিকিৎসাধীন ছিলেন মেডিক্যাল কলেজে। সেখানেই আজ, শুক্রবার (৫ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

সনাতন মাজি :

দলীয় সূত্রে জানা গেছে, গড়বেতা কলেজে পড়ার সময়ে তৎকালীন বাম ছাত্র সংগঠন বিপিএসএফে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৮-১৯৮৮ সাল পর্যন্ত তিনি গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং ১৯৮৮-১৯৯৩ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৮ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সদস্য পদ লাভ করেন। চন্দ্রকোনা রোড লোক্যাল কমিটি এবং পরে চন্দ্রকোনা রোড জোনাল কমিটির সম্পাদক ছিলেন।১৯৯৬-২০১১পর্যন্ত তিনি সিপিআইএমের জেলা কমিটির সদস্য ছিলেন।আমৃত্যু তিনি পার্টি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই চন্দ্রকোনা রোড এলাকায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার বামপন্থী রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তাঁকে শ্রদ্ধা জানান কীর্তি দে বক্সী, সৌগত পন্ডা প্রমুখ সিপিআইএম নেতৃত্ব ও অন্যান্যরা। সিপিআইএম চন্দ্রকোনা রোড পার্টি অফিসে প্রয়াত সনাতন মাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুশান্ত ঘোষ, জেলা কমিটির সদস্য সনৎ চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সুশান্ত ঘোষের শেষ শ্রদ্ধা :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago