Police Administration

West Midnapore: ভিন রাজ্যে পাচার হওয়ার আগেই পুলিশ ও দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে বিপুল পরিমাণ কেরোসিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: একদিকে যখন কেরোসিন তেল থেকে সরকারি ভর্তুকি তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। চাহিদা মতো পাওয়া যাচ্ছে না সরকারি নীল কেরোসিন। ঠিক সেই সময়ই পাচার হয়ে যাচ্ছে গ্যালন গ্যালন কেরোসিন। পশ্চিম মেদিনীপুর থেকে আটক করা হল, প্রায় কয়েক হাজার গ্যালন (দশ হাজার লিটারের বেশি) নীল কেরোসিন তেল। দাঁতন থানার পুলিশ ও জেলা দুর্নীতি দমন শাখার যৌথ অভিযানে, ভিন রাজ্য উড়িষ্যায় পাচার হওয়ার আগে এই বিপুল পরিমাণ নীল কেরোসিন তেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বিপুল পরিমাণ নীল কেরোসিন মজুদ ও পাচার করার অভিযোগে এই দুই ব্যক্তিকে দাঁতন থানার সারতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। দাঁতন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে, মঙ্গলবার আদালতে তুলেছিল। তদন্তের প্রয়োজনে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এও জানা গেছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কেরোসিন তেল, যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।

বাজেয়াপ্ত হওয়া কেরোসিন তেল :

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দাঁতন থানার সারতা গ্রামের ভবশংকর শ্যামল নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন গোডাউনে হানা দেয় জেলা দুর্নীতি দমন শাখা ও দাঁতন থানার পুলিশ। আর, সেই গোডাউনের সামনে পিকআপ ভ্যানে করে লোড করা হচ্ছিল কেরোসিন তেল ভর্তি প্রচুর ব্যারেল। এরপরেই যৌথ অভিযানে ওই গোডাউন থেকে উদ্ধার হয় ৪৫ ব্যারেল নীল কেরোসিন এবং পিকআপ ভ্যানে লোড হওয়া আরও ৮ ব্যারেল কেরোসিন। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৫৩ ব্যারেল অর্থাৎ প্রায় ১০ হাজার ৬০০ লিটার নীল কেরোসিন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকারও বেশি। বিপুল পরিমাণ এই তেল বাজেয়াপ্ত করে জেলা দুর্নীতি দমন শাখা। একই সঙ্গে লক্ষ্মণ শ্যামল ও মহেশ্বর গন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দাঁতন থানার পুলিশ। আটক করা হয় পিকআপ ভ্যানটি। জানা গেছে অভিযুক্তদের বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। দুর্নীতি দমন শাখার সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমান নীল কেরোসিন তেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ করা হত ভবশঙ্কর শ্যামলের গোডাউনে। সেখান থেকে তা ভিন রাজ্যে (উড়িষ্যায়) পাচার করা হতো।

দাঁতন থানা :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago