দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের! রবিবার (১২ মে) রাতে অচেনা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন বছর ৩০-র সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু মন্ডল। রাতেই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার SSKM হাসপাতালে। সোমবার ভোর ৩টা ১৫ মিনিটে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে জেলা পুলিশ ও শালবনী থানা সূত্রে। এও জানা গেছে, SSKM হাসপাতালের মর্গেই মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর, সোমবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ তাঁর নিথর দেহ নিয়ে পিড়াকাটা পুলিশ পোস্টে পৌঁছন পুলিশকর্মীরা। মৃত সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু মণ্ডল-কে শেষ শ্রদ্ধা জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও শালবনী থানার আধিকারিকরা সমবেদনা জানান মৃত দিব্যেন্দু-র স্ত্রী সহ পরিবারের সদস্যদের। জেলা পুলিশের তরফে তাঁদের পাশে থাকার আশ্বাস-ও দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত্রি সাড়ে ৮টা নাগাদ নিজের বাড়ি অর্থাৎ দেবগ্রাম থেকে সাইকেলে করে পিড়াকাটা পুলিশ পোস্টের দিকে আসছিলেন দিব্যেন্দু। ৯টা নাগাদ ডিউটি ধরার কথা ছিল তাঁর। বাড়ি থেকে আসার পথেই পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর (পিড়াকাটা ঢোকার কিছুটা আগেই) পেছন থেকে কোনো অচেনা বড় গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সাহায্যে দিব্যেন্দুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে। তবে, অবস্থা সংকটজনক থাকায় রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোর তিনটা পনেরো মিনিট নাগাদ মৃত্যু হয় দিব্যেন্দু মন্ডলের। ঘাতক গাড়িটির সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা যায়, ২০১২ সালে সিভিক ভলেন্টিয়ার পদে যোগ দেন শালবনী ব্লকের দেবগ্রাম গ্রামের দিব্যেন্দু মন্ডল। বছর ৩০-র দিব্যেন্দু-র বাড়িতে স্ত্রী ছাড়াও দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাসের একটি পুত্র সন্তান আছে। জেলা পুলিশের তরফে দিব্যেন্দু’র স্ত্রী-কে সিভিক ভলেন্টিয়ার পদেই চাকরি দেওয়ার বিষয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে বলে জানা গেছে। দিব্যেন্দু-র এই আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই সহকর্মী, পরিবার এবং জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…