Police Administration

Midnapore: ডিউটিতে যোগ দিতে আসার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মাত্র তিরিশেই সব শেষ! মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে থাকার আশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের! রবিবার (১২ মে) রাতে অচেনা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন বছর ৩০-র সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু মন্ডল। রাতেই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতার SSKM হাসপাতালে। সোমবার ভোর ৩টা ১৫ মিনিটে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে জেলা পুলিশ ও শালবনী থানা সূত্রে। এও জানা গেছে, SSKM হাসপাতালের মর্গেই মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর, সোমবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ তাঁর নিথর দেহ নিয়ে পিড়াকাটা পুলিশ পোস্টে পৌঁছন পুলিশকর্মীরা। মৃত সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু মণ্ডল-কে শেষ শ্রদ্ধা জানানো হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। পুলিশ সুপার সহ জেলা পুলিশ ও শালবনী থানার আধিকারিকরা সমবেদনা জানান মৃত দিব্যেন্দু-র স্ত্রী সহ পরিবারের সদস্যদের। জেলা পুলিশের তরফে তাঁদের পাশে থাকার আশ্বাস-ও দেওয়া হয়।

দিব্যেন্দু মন্ডল:

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত্রি সাড়ে ৮টা নাগাদ নিজের বাড়ি অর্থাৎ দেবগ্রাম থেকে সাইকেলে করে পিড়াকাটা পুলিশ পোস্টের দিকে আসছিলেন দিব্যেন্দু। ৯টা নাগাদ ডিউটি ধরার কথা ছিল তাঁর। বাড়ি থেকে আসার পথেই পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর (পিড়াকাটা ঢোকার কিছুটা আগেই) পেছন থেকে কোনো অচেনা বড় গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সাহায্যে দিব্যেন্দুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে। তবে, অবস্থা সংকটজনক থাকায় রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার ভোর তিনটা পনেরো মিনিট নাগাদ মৃত্যু হয় দিব্যেন্দু মন্ডলের। ঘাতক গাড়িটির সন্ধানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা যায়, ২০১২ সালে সিভিক ভলেন্টিয়ার পদে যোগ দেন শালবনী ব্লকের দেবগ্রাম গ্রামের দিব্যেন্দু মন্ডল। বছর ৩০-র দিব্যেন্দু-র বাড়িতে স্ত্রী ছাড়াও দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাসের একটি পুত্র সন্তান আছে। জেলা পুলিশের তরফে দিব্যেন্দু’র স্ত্রী-কে সিভিক ভলেন্টিয়ার পদেই চাকরি দেওয়ার বিষয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করা হয়েছে বলে জানা গেছে। দিব্যেন্দু-র এই আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই সহকর্মী, পরিবার এবং জেলার পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে!

পিড়াকাটা পুলিশ পোস্টে শেষ শ্রদ্ধা:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago