Politics

Saayoni in Midnapore: হাওয়াই চটি, হলুদ পাড় সাদা শাড়ি! মেদিনীপুরে সায়নীর মধ্যে মমতা-কে দেখলেন তৃণমূল বিধায়ক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: নিঃসন্দেহে সাজ-পোশাকে মিল ছিল। পায়ে সাদা হাওয়াই চপ্পল, পরণে হলুদ পাড় সাদা শাড়ি। মঞ্চ জুড়ে বক্তৃতা দেওয়ার ঢংয়েও সেই মিল। ২০২২-এর ৬ জুলাই মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনের মঞ্চে (তৃণমূল যুব কংগ্রেসের প্রস্তুতি সভায়) যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের মধ্যে তাই ১৯৯৩ সালের যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেন খুঁজে পেলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট! বললেন, “আমরা যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে দেখেছিলাম। আজ তাঁরই প্রতিচ্ছবি যেন‌ দেখছি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের মধ্যে! মমতার সেদিনের লড়াই আর ত্রিপুরায় মার খেয়েও সায়নীর স্লোগান, আমরা দেখেছি।” লজ্জায় লাল হয়ে গিয়ে ‘হাতজোড়’ করলেন সায়নী! তবে, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক অজিত মাইতি অবশ্য সূর্যকান্ত অট্ট-কে প্রশংসায় ভরিয়ে দিলেন। বললেন, “সূর্য খুব দ্রুত উন্নতি করছে!” প্রসঙ্গত, একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করার লক্ষ্যে, বুধবার (৬ জুলাই) শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের একটি ঐক্যবদ্ধ প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হল। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও, উপস্থিত ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, দুই জেলার চেয়ারম্যান অজিত মাইতি, মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুরের চেয়ারম্যান দীনেন রায়, সাংগঠনিক জেলার সকল বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা।

সভায় সায়নী ঘোষ:

দীর্ঘদিন পর মেদিনীপুর সাংগঠনিক জেলায় এমন ঐক্যবদ্ধ এবং উন্মাদনা পূর্ণ কর্মী সম্মেলন বা বৈঠক অনুষ্ঠিত হল নিঃসন্দেহে। মেদিনীপুরে তৃণমূলের মিলনের ঐকতান যেন বেজে উঠলো এদিন। ‘গদ্দার’দের প্রতিও ছিল বার্তা! হয়তো বিজেপি-তে দায়িত্ব বাড়ার পর, শুভেন্দু-ভূত ফের তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল কর্মীদের, আর তাই ‘পুষ্পা’র ডায়লগ ধার করে নিজের স্টাইলে সায়নী যুব কর্মীদের উদ্বুদ্ধ করে বললেন, “শর কাটেগা লেকিন ঝুকেগা নেহি, ইয়ে তৃণমূল কভি রুখেগা নেহি!” বক্তৃতার শুরুতে সায়নী উল্লেখ করতে ভোলেননি, “মেদিনীপুরের শহীদ (প্রদ্যোৎ ভট্টাচার্য)- এর নামাঙ্কিত এই প্রেক্ষাগৃহকেই সভাস্থল হিসেবে বেছে নেওয়ার জন্য যুব তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ।” তিনি এও বলেন, “দিদিকে কথা দিয়ে এসেছি। একুশে জুলাই মেদিনীপুর থেকেই সভাস্থল ভরিয়ে দিতে হবে।” ‘গদ্দার’দের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সৎ কর্মী দশজন গদ্দরদের দেখে নেওয়ার জন্য যথেষ্ট।” মন্ত্রী শ্রীকান্ত মাহাত বলেন, “দিল্লিকে পথ দেখাবে কলকাতা, আর কলকাতাকে পথ দেখাবে মেদিনীপুর।” জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “আগামীদিনে সারা ভারতবর্ষ চাইবে বাংলার মেয়েকে।” দলের সকল নেতৃত্ব-ই এদিনের এই ঐক্যবদ্ধ কর্মী সম্মেলন বা প্রস্তুতি সভা আয়োজনের জন্য জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ-কে কৃতিত্ব দেন। বৈঠক ঘিরে যুব তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ও উন্মাদনা-ও ছিল চোখে পড়ার মতো।

সায়নী ঘোষ:

সভাশেষে সায়নী ঘোষের সঙ্গে জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ প্রমুখ:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago