Politics

Midnapore: RSS প্রধানের কাছে ‘জেড প্লাস সিকিউরিটি’ আছে, পুলিশের নজর রাখার দরকার নেই! মমতাকে কটাক্ষ দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে: “ওনার কাছে জেড প্লাস সিকিউরিটি আছে, পুলিশের নজর রাখার দরকার নেই!” আরএসএস প্রধান মোহন ভাগবত সম্পর্কে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুর শহরে বসে এমনটাই জানালেন সাংবাদিকদের। প্রসঙ্গত, মঙ্গলবার মেদিনীপুর শহরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছুটা ব্যাঙ্গের সুরে বলেছিলেন, “ওনার কাছে একটু ফুল মিষ্টি পাঠিয়ে দিও। আর, একটু নজর রাখবে। যাতে দাঙ্গা-টাঙ্গা না বাধাতে পারে।” এ প্রসঙ্গেই দিলীপ বলেন, “সৌজন্য দেখিয়েছেন ভালো করেছেন! বাংলা থেকে তো সৌজন্য জিনিসটাই উঠে যাচ্ছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বাংলার।” তারপরই দিলীপ বলেন, মোহন ভাগবত এর কাছে জেড প্লাস নিরাপত্তা আছে, তাই পুলিশের নজর রাখার প্রয়োজন নেই! উল্লেখ্য যে, মঙ্গলবার বিকেলেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি তে পৌঁছেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

খড়্গপুরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) :

এদিকে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন আর ক্যামেরার সামনে ধমকানি চমকানি নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন দিলীপ। তিনি বলেন, “যে সমস্ত কবেই হয়ে গেছে, এখন সেইগুলি তিনি আবার উদ্বোধন করছেন। দিদিমণি আসছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, আর চলে যাচ্ছেন। আর, ক্যামেরার সামনে মিথ্যে ধমকানি চমকানি দেখাচ্ছেন। ওনার দলের নেতা বা আধিকারিকরাও জানেন, উনি চলে গেলেই আবার যেই কে সেই!” এদিকে, খড়্গপুর শহরে চুরি ছিনতাই নিয়েও ফের একবার সরব হলেন দিলীপ। তিনি বললেন, “সিসিটিভি লাগিয়ে কিছু হবে না। চুরি ছিনতাইয়ের সঙ্গে যদি পুলিশ কিংবা শাসক দলের নেতারা যুক্ত থাকে, তাহলে সিসিটিভি লাগিয়ে আর কি হবে।” অন্যদিকে, আনিস কাণ্ড এবং এসএসসি নিয়েও মুখ খুলেছেন দিলীপ। তাঁর মতে, প্রকৃত খুনিদের শাস্তি দিলেই আনিসের আত্মা শান্তি পাবে। অন্যদিকে, স্বয়ং স্কুল শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়েকে দুর্নীতি করে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়া নিয়ে তিনি বলেছেন, “একদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই ডাকছে। অন্যদিকে, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে দুর্নীতি করে চাকরিতে ঢোকায়, সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্যানেলে নাম-ই আমি ছিল না! এক নম্বরে চলে এলো। তুমি তৃণমূলে যোগদান করার পর মন্ত্রী হয়েছেন, মেয়ে চাকরি পেয়েছেন। এই হচ্ছে ওনাদের এমএলএ এমপি মন্ত্রীদের চরিত্র!”

মোহন ভাগবত (ফাইল ফটো):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

15 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago