Politics

Midnapore: প্রার্থী বদল! গভীর রাতেই আগুন জ্বললো খড়্গপুরে, ছাই চাপা আগুন মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুরভোটের প্রার্থী তালিকা বদল করল তৃণমূল! সন্ধ্যা ৬ টা নাগাদ যে প্রার্থী তালিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) এর ফেসবুক পেজ ও বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয়, রাত্রি ৯ টা নাগাদ জানানো হয়, সেই তালিকায় কিছু পরিবর্তন আনা হচ্ছে! নতুন তালিকায় সই করেছেন সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। আগের তালিকার সঙ্গে ২০ শতাংশ পার্থক্য রয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তার আগে শুক্রবার বিকেলে বকেয়া ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, “নবীন ও প্রবীণের ভারসাম্য রেখে প্রার্থিতালিকা তৈরি হয়েছে। তবে কোনও বিধায়ককে টিকিট দেওয়া হচ্ছে না। শুধু তাাই নয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণীত ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কঠোর ভাবে মেনে চলছে তৃণমূল। পাশাপাশি, পরিবারতন্ত্রের উপরেও রাশ টেনেছে তারা।” এর কিছুক্ষণ পরে ওই তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়, জেলা সভাপতিদের কাছে পাঠানো হয় এবং সংবাদমাধ্যমের কাছেও। তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়! তারপর, রাত্রি ৯ টা নাগাদ নতুন তালিকা পাঠানো হয় জেলা সভাপতি ও সংবাদমাধ্যমের কাছে। তালিকা পরিবর্তিত হয় মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভাতেও। খড়্গপুরে ৯ টি আসনে বা ওয়ার্ডে এবং মেদিনীপুরে ৭ টি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করা হয়! আর, এ নিয়েও ফের বিক্ষোভ শুরু হয়েছে দুই শহরে।

আগুন জ্বললো খড়্গপুরে:

প্রসঙ্গত, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খড়্গপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডের শৈলেন্দ্র সিং জানতে পারলেন, দল নাকি কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তন করেছে! এরপরই, তিনি জানতে পারলেন সেই তালিকায় আছে তাঁর নামও। বাদ পড়েছে তাঁর নামটিও! খড়্গপুর পৌরসভার ২২ নং ওয়ার্ডে প্রথমে তাঁর নামই ঘোষণা করেছিল দল। সন্ধ্যা ৬ টা নাগাদ দলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে সেই তালিকা পোস্ট করাও হয়েছিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, রাত্রি ৯ টা নাগাদ শৈলেন্দ্র জানতে পারেন যে, দল ওই আসনে তাঁর পরিবর্তে প্রার্থী করেছে চেয়ারপারসন প্রদীপ সরকার ঘনিষ্ঠ হায়দার আলি (মান্টা)-কে! এরপরই, মাথায় যেন আগুন জ্বলতে শুরু করে শৈলেন্দ্র’র। আর, সেই আগুন-ই রাত্রি ১০ টা নাগাদ বিক্ষোভের আগুন রূপে আছড়ে পড়ল রেল শহর খড়্গপুরে! ইন্দা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে, অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে! শৈলেন্দ্র’র অভিযোগ, এই কাজ করা হয়েছে প্রদীপ সরকারের চক্রান্তে। এর প্রতিবাদ চলবে! এরপর, পুলিশ এসে একপ্রকার জোর করেই অবরোধ তুলে দেয়। তবে, তুষের আগুন এখনও ধিক ধিক করে জ্বলছে তাঁর সমর্থকদের মধ্যে। শনিবার আরও ব্যাপক আকারে বিক্ষোভ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মেদিনীপুর শহরেও ৭-টি আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে, দুই বিদায়ী কাউন্সিলর, যথাক্রমে নির্মাল্য চক্রবর্তী (২ নং ওয়ার্ড) এবং বিশ্বেশ্বর নায়েক (১৪ নং ওয়ার্ড) এর স্ত্রী যথাক্রমে সোনালী চক্রবর্তী ও অর্পিতা রায় নায়েকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেও, ফের তা বাতিল করায় তাঁদের অনুগামীদের মধ্যেও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে! কাজেই, ক্ষোভ ও বেদনার ছাই চাপা যে আগুন জেলা শহর মেদিনীপুরেও ধিক ধিক করে জ্বলছে, তাও যেকোন মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বচসা :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

1 day ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago