Protest

Midnapore: শাঁখা-পলা খুলতে রাজি না হওয়ায় TET দিতে পারেননি জলপাইগুড়ির মৌমিতা, মেদিনীপুরে BJP মহিলা মোর্চার প্রতিবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হলে খুলতে হবে শাঁখা-পলা! রাজি হননি জলপাইগুড়ির গৃহবধূ মৌমিতা চক্রবর্তী। তাই, রবিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রাথমিক টেট (Primary TET 2022) না দিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। এই ঘটনার প্রতিবাদে, সারা রাজ্যের সাথে সাথে বুধবার বিকেলে মেদিনীপুর শহরেও পথে নামলেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। বুধবার বিকেলে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এবং মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে একটি মিছিল করা হয়। নেতৃত্ব দিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা পারিজাত সেনগুপ্ত, সম্পাদিকা কুহেলি দত্ত প্রমুখ।

বিজেপি মহিলা মোর্চার পথ অবরোধ:

প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার (১১ ডিসেম্বর) জলপাইগুড়ির সোনাগ্রামের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীকে শাঁখা-পলা পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। জলপাইগুড়ির দেবনগরের সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছলেও, এই ঘটনার প্রতিবাদে পরীক্ষা না দিয়েই ফিরে আসেন মৌমিতা। তাঁর মত ছিল, “পর্ষদের নির্দেশ থাকায় সমস্ত গয়না বাড়িতে খুলে রেখে গিয়েছিলাম। হাতে ছিল শুধু শাঁখা আর পলা। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নিরাপত্তাকর্মীরা আমাকে শাঁখা পলা খুলতে বলেন। কিন্তু, আমাদের পরিবারে বিবাহিত মহিলা শাঁখা-পলা খোলার রীতি নেই। আমি বিয়ের দিন থেকে আজ পর্যন্ত কোনও দিন শাঁখা-পলা খুলিনি। আমি কোনও মতেই শাঁখা-পলা খুলব না বলে জানিয়ে দিই। তখন আমাকে বাড়ি ফিরে যেতে বলেন পরীক্ষাকেন্দ্রে থাকা আধিকারিক।” মৌমিতা’র স্বামী জিৎ বিশ্বাস বলেন, “শাঁখা-পলাকে কেউ অলঙ্কার হিসাবে ধরতে পারে এটা ভাবিনি। পরীক্ষাকেন্দ্রে গিয়ে যখন জানলাম তখন স্ত্রীকে তা খুলে ফেলতে বলেছিলাম। কিন্তু, ও রাজি হয়নি। তবে, অন্যান্য পরীক্ষার্থীদের স্বার্থে আমরা বিবাদে জড়াইনি।” এদিকে, এই ঘটনায় বিজেপি মহিলা মোর্চার বক্তব্য, শাঁখা-পলা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য। এই কাজ করে বিবাহিত মহিলাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে!

মৌমিতা চক্রবর্তী:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

15 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago