Railway

Coromandel Express: খড়্গপুর ডিভিশনের বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে করমন্ডল এক্সপ্রেস, চার পাশে শুধু আর্তনাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বালেশ্বর, ২ জুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Howrah-Chennai Coromandel Express)। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের (Balasore) কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল বলে খড়্গপুর ডিভিশন সূত্রে জানা যায়। বালেশ্বর স্টেশনের কাছে মুখোমুখি একটি মালগাড়িকে ধাক্কা মেরে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ অন্তত ১৮টি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় এখনও অবধি শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত 40-50 জনের মৃত্যু হয়েছে বলেও সূত্রের খবর। তবে, ঠিক কত যাত্রী আহত বা নিহত হয়েছেন তা এখনও রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

ভয়াবহ দুর্ঘটনা:

জানা গিয়েছে, এদিন বিকালেই শালিমার স্টেশন থেকে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মুখোমুখি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। ঘটনায় বহু যাত্রী আহত ও নিহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের কথায়, “হঠাৎ করে এক বিকট আওয়াজ হয়ে থেমে যায় ট্রেনটি।” ট্রেনটির ইঞ্জিনের পর থেকে স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ একাধিক বগি বেলাইন হয়ে গিয়েছে। এই মুহূর্তে চারপাশে শুধু রক্ত ও আর্তনাদ! স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিক, কর্মী সহ পুলিশবাহিনী। খড়্গপুর থেকেও একাধিক উদ্ধারকারী দল রওনা দিয়েছে। রেলের তরফে যে হেল্পলাইন গুলি খোলা হয়েছে- হাওড়ার হেল্প লাইন নম্বর হল, ০৩৩ ২৬৩৮ ২২১৭, খড়্গপুর- ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯, বালেশ্বর- ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২, শালিমার- ৯৯০৩৩৭০৭৪৬

রেলের ঘোষণা:

প্রসঙ্গত উল্লেখ্য, করমণ্ডল এক্সপ্রেসে করে মূলত ভেলোরে চিকিৎসা করাতে যান বহু মানুষ। ট্রেনটি হাওড়ার শালিমার স্টেশন থেকে ছাড়ে। ফলে এই ট্রেনে রাজ্যেরও বহু মানুষ থাকেন। এদিনও তার ব্যতিক্রম ছিল না। এই করমণ্ডল এক্সপ্রেসে করে রাজ্যের বহু মানুষ ভেলোরে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন। ফলে মর্মান্তিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে ট্রেনের নীচে থেকে বহু বয়স্ক রোগীকে উদ্ধার করা হয়েছে এবং এখনও বহু মানুষ একটি বগির নীচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। আহত ও নিহতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়েই চরম উদ্বেগে রেল ( মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা)! (Spl.control no.- খড়্গপুর:
03222226924
03222228044)

লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস:

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। সন্ধ্যা সাতটা নাগাদ যখন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে তখন সেখানের পাশের লাইন দিয়েই যাচ্ছিল হাওড়া-বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির ট্রেনের কামরার ধাক্কায় যশবন্তপুর এক্সপ্রেসের অন্তত ২-৩টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। তাই, ২টি নয়, পরপর ৩টি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এখনও অবধি মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে বলে জানা যায়।

ভয়াবহ দৃশ্য:

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

23 mins ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

13 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

17 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago