Railway

খড়্গপুরে রেলের জরাজীর্ণ কোয়ার্টার! ফুটব্রিজ উদ্বোধন করেই দৌড়ে গেলেন জেনারেল ম্যানেজার অর্চনা জোশী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: গর্বের ভারতীয় রেল। দেশের সর্ববৃহৎ লাভজনক ও ঐতিহ্যমণ্ডিত কেন্দ্রীয় সংস্থা। আর, এই ভারতীয় রেলের অন্যতম শক্তি বা মেরুদন্ড হল- হাজার হাজার রেল কর্মী। সেই রেলকর্মীদেরই দীর্ঘদিনের এক গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল রেলশহর খড়্গপুরে। অভিযোগ, শতাব্দী প্রাচীন জরাজীর্ণ রেল কোয়ার্টারে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের থাকতে হচ্ছে বছরের পর বছর ধরে। সংস্কার হয়নি কয়েক দশক। অতিবৃষ্টি বা ভারি বৃষ্টিপাতের সময় যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা কাজ করে সবসময়। বারবার নিজেরা এবং সংগঠনগত ভাবে জানানোর পরও হেলদোল নেই কর্তৃপক্ষের! অথচ, পদস্থ আধিকারিকরা থাকেন ঝাঁ চকচকে বাংলো বা আবাসনে। সাম্প্রতিক অতিবৃষ্টি-কে কেন্দ্র করে সেই অভিযোগ ওঠার পরই তা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। আর, তারপরই নজিরবিহীন পদক্ষেপ দক্ষিণ পূর্ব রেলওয়ের। ফুটব্রিজ উদ্বোধন উপলক্ষে খড়্গপুরে আসা জেনারেল ম্যানেজার (General Manager/GM) অর্চনা জোশী সরজমিনে পরিদর্শন করলেন রেলের জরাজীর্ণ কোয়ার্টারগুলি। কথা বললেন, রেলকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে। রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি-কে অবিলম্বে রেলের ফাঁকা জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হল। এই সমস্ত কোয়ার্টারগুলিও সংস্কার করার নির্দেশ দিলেন জি.এম অর্চনা জোশী।

অর্চনা জোশী সরজমিনে পরিদর্শনে :

খতিয়ে দেখলেন কোয়ার্টার গুলির জরাজীর্ণ অবস্থা :

বৃহস্পতিবার রেলের দ্বিতীয় ফুটব্রিজ উদ্বোধনের পর, রেলকর্মীরা কী অবস্থায় আছেন, তা জানতে একেবারে তাঁদের কোয়ার্টারে পৌঁছে গেলেন সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এদিকে, জরাজীর্ণ কোয়ার্টার গুলিতে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন রেলকর্মীরা! গত কয়েক দশক সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে দাবি করছিলেন তাঁরা, এই কোয়ার্টার গুলি সংস্কারের জন্য। কাজ হয়নি! অবশেষে বিভিন্ন সংবাদমাধ্যমে তা নিয়ে সংবাদ পরিবেশিত হয়। এরপরই, খড়্গপুরের ফুটওভার ব্রিজের উদ্বোধনে এসে স্বয়ং জি.এম দৌড়ে গেলেন রেলকর্মীদের কোয়ার্টারে। অস্বস্তিতে পড়লেন রেল আধিকারিকরা। তবে, খুশি রেল কর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্চনা জোশী জানালেন, “রেলকর্মীরা কি অবস্থায় থাকেন, তা স্বচক্ষে প্রত্যক্ষ করলাম। সত্যিই খুব ভয়ংকর অবস্থার মধ্যে রয়েছেন রেলকর্মীরা। রেল বোর্ডের সঙ্গে কথা হয়েছে। Railway Land Development Authority কে দায়িত্ব দেওয়া হয়েছে, রেলের ফাঁকা জায়গাগুলিতে নতুন কোয়ার্টার তৈরি করে, রেলকর্মীদের থাকার জন্য ব্যবস্থা করা হবে।”

ফুটব্রিজ উদ্বোধনে সাংসদ দিলীপ ঘোষ ও দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

3 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

6 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

7 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago