দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: খড়্গপুরে রেলওয়ে ডাক্তার বাবুদের সময়মতো চিকিৎসায় প্রাণ বাঁচল দুরন্ত ট্রেনে সফররত এক শিশুর! পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়্গপুরে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভাগীয় রেলওয়ে হাসপাতালের ডাক্তারবাবুদের প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠলো বছর পাঁচেকের ওই শিশু। সোমবার রেলওয়ে সূত্রে এমনটাই জানা গেছে।

thebengalpost.net
রেলওয়ে হাসপাতাল (Railway Hospital Kharagpur) :

রেল সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে খড়গপুর স্টেশনে হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে মা-বাবার সঙ্গে সফররত এক শিশু হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরপরই বারবার বমি এবং ক্রমাগত খিঁচুনি অনুভব করছিল। আগে থেকেই খবর দেওয়ার জন্য খড়্গপুর স্টেশনে রেলওয়ে মেডিক্যাল টিম উপস্থিত হয়ে যায়! দুরন্ত এক্সপ্রেস খড়্গপুরে থামলে, কোচের ভিতরে গিয়ে, সাড়ে চার বছর বয়সী শিশুটিকে পর্যবেক্ষণ করেন তাঁরা। দেখেন শিশুটি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং খিঁচুনি হচ্ছে। মুখ থেকে ফেনার মতো জলীয় পদার্থ বেরোচ্ছিল। শিশু এবং তার বাবা-মা’কে দুরন্ত এক্সপ্রেসে থেকে নামিয়ে চিকিৎসার জন্য খড়্গপুরে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। রেল হাসপাতালের চিকিৎসকরা দ্রুততার সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু করেন। সুচিকিৎসার জন্য রেল হাসপাতালের ডাক্তারবাবুরা নিকটবর্তী মেদিনীপুর মেডিক্যাল কলেজের ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেন। পরামর্শ মতো, কিছু ওষুধ এবং ইনজেকশন জরুরি ভিত্তিতে দেওয়া হয়। চিকিৎসায় সাড়া দিয়ে শিশুটির জীবন রক্ষা করা পায়। এখন তার অবস্থা স্থিতিশীল। শিশুটির পিতামাতা রেলওয়ে হাসপাতালের ডাক্তারবাবুদের চিকিৎসা ও জরুরি পরিষেবায় আপ্লুত!