Recent

Lightning: বাড়ির পাশেই বাঁশ গাছে বজ্রপাত! পশ্চিম মেদিনীপুরে একই পরিবারের এক গৃহবধূর মৃত্যু, অপরজন ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: এ যেন বিনা মেঘে বাজ পড়লো দরিদ্র, খেটে খাওয়া পরিবারে! মাত্র ৫ মিনিট আগেও সব ঠিকঠাকই ছিল। এক গৃহবধূ কাজ থেকে ফিরে, স্নান করে সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছিলেন। অপরজন খাওয়াদাওয়া করে বসেছিলেন। বাড়িতেই ছিলেন তাঁদের স্বামীরাও। তবে, তাঁদের ছেলেমেয়েরা বৃষ্টি শুরুর আগেই পাশের বাড়িতে গিয়েছিল খেলাধুলা করতে। সবেমাত্র বৃষ্টি শুরু হয়েছিল। এর মধ্যেই হঠাৎ আলোর ঝলকানি, তারপরই বাজ পড়ার সেই ভয়াল শব্দ। কিছু বুঝে ওঠার আগেই এক চিলতে ঘরে লুটিয়ে পড়েন চার জনই। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য জ্ঞান ফিরে আসে দুই ভাইয়ের। তবে, দুই গৃহবধূই (দুই ভাইয়ের স্ত্রী’ই) অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। দ্রুত পাশাপাশি বাড়ির লোকজনদের ডাকাডাকি করে, তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই অষ্টমী সিং নামে বছর ২৬-এর গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। যপ সিং নামে বছর ২৮-এর অপর গৃহবধূ এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগড় সংলগ্ন বাজারপাড়া গ্রামে।

অষ্টমী’র স্বামী শম্ভু সিং সহ শোকাহত পরিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে:

জানা যায়, ছোটো একচালা মাটির বাড়ির পাশেই বাঁশবন। সেখানেই একটি বড় বাঁশ গাছে বাজ পড়ে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাজের তীব্রতা এতটাই ছিল যে, ঘরের মধ্যে থাকা চারজনই অজ্ঞান হয়ে যান। শম্ভু সিং ও মঙ্গল সিং নামে দুই ভাইয়ের জ্ঞান ফিরলেও, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুই গৃহবধূকে। সেখানেই মৃত্যু হয় অষ্টমী সিং নামে বছর ২৬’র ওই গৃহবধূর। রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়ে অষ্টমী’র শোকাহত স্বামী শম্ভু সিং জানান, তাঁদের এক ছেলে ও এক মেয়ে। দু’জনই নাবালক। এই ঘটনায় কিভাবে তাদের মানুষ করবেন, বুঝে উঠতে পারছেন না। অন্য ভাই মঙ্গল সিং এবং যপ সিং এর দুই মেয়ে ও এক ছেলে। ছেলেমেয়েরা সকলেই সেই মুহূর্তে (বাজ পড়ার সময়) বাড়ির বাইরে ছিল বলেই রক্ষা! নাহলে যে আরো বড় বিপদ হতে পারতো, তা মানছেন সকলেই। এদিকে, মর্মান্তিক এই ঘটনায় দরিদ্র ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ-প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা। বজ্রপাতে মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য ২ লক্ষ টাকাও দ্রুত ওই পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago