Recent

Buddhadeb: ‘ভারতরত্ন’ ফিরিয়েছিলেন জ্যোতি বসু, ‘বামপন্থী’ বুদ্ধদেবেরও পদ্ম-পুরস্কার প্রত্যাখ্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ জানুয়ারি: প্রত্যাশামতোই ‘পদ্মভূষণ’ প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিবৃতি জারি করে তিনি নিজেই একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।” প্রসঙ্গত, ‘ভারতরত্ন’ সম্মানের জন্য রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর নাম ঘোষণা করা হয়েছিল, ২০০৮ সালে কংগ্রেস সরকারের আমলে। কিন্তু, তিনিও সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। এখন, বুদ্ধবাবুও তাঁর পূর্বসূরির পথে হেঁটে ‘পদ্ম সম্মান’ প্রত্যখ্যান করলেন। এমনটা যে হতে চলেছে, তা শুরু থেকেই অনুমান করা হয়েছিল। পদ্ম সম্মানের কথা ঘোষণা হতেই সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বুদ্ধ বাবুর বাড়ির সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন বলে জানা যাচ্ছিল। তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যের এই বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘পদ্ম সম্মান’ প্রত্যাখান করার বিষয়টি জানানো হয়। জানা গেছে, বামপন্থীদের এটাই রীতি! সেই রীতি মেনেই আপাদমস্তক ‘বামপন্থী’ বুদ্ধদেব বাবুও কেন্দ্রীয় সরকার প্রদত্ত এই ‘পুরস্কার’ প্রত্যাখ্যান করলেন।

বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) :

উল্লেখ্য যে, ‘পদ্মভূষণ’ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ‘ভারতরত্ন’ ও ‘পদ্মবিভূষণ’ এর পরে। তবে, পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। জানা গেছে, একজন অসামান্য ব্যক্তিত্ব, লেখক, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে সমাজে তিনি তাঁর অবদান রেখেছেন বলেই ‘পদ্মভূষণ’এর জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স প্রায় ৭৮ (জ: ১ মার্চ, ১৯৪৪)। তিনি অসুস্থ এবং গৃহবন্দী। তা সত্ত্বেও এখনো তিনি বামপন্থী ও বামপন্থার অন্যতম পথপ্রদর্শক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৬ নভেম্বর ২০০০ থেকে ১৩ মে ২০১১ অবধি। তবে, দলীয় রীতি মেনে পূর্বসূরীদের জ্যোতি বসুর মতোই তিনি এই কেন্দ্রীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন! এক্ষেত্রে, বামপন্থী মানুষজনদের যদিও বক্তব্য, “বুদ্ধবাবুর মতো ব্যক্তিত্ব-কে কোন পুরস্কারের বিনিময়েই পরিমাপ করা যায় না!” এ প্রসঙ্গে সমানভাবে উল্লেখ্য যে, ‘পদ্মশ্রী’ সম্মাননা ফিরিয়ে দিচ্ছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। আজই (২৫ জানুয়ারি), বাংলার বিখ্যাত এই সংগীতশিল্পীর নাম ‘পদ্মশ্রী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago