Recent

পশ্চিম মেদিনীপুরে দুয়ারে সরকারের ফর্ম ফিলাপে বিজেপি বুথ সভাপতি! বিতর্ক এড়িয়ে বললেন, “মানুষকে সাহায্য করতে এসেছি”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এর আগে এগিয়ে এসেছিলেন সিপিআইএম সহ বামফ্রন্টের কর্মীরা, এগিয়ে এসেছিল জেলার কন্যাশ্রী-রাও। এবার এগিয়ে এলেন, যুযুধান বিজেপি দলের স্বয়ং বুথ সভাপতি এবং তাঁর সহকর্মীরা। দুয়ারে সরকারের শিবিরে উপস্থিত হয়ে, সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী, কিষাণ বন্ধু সহ বিভিন্ন প্রকল্পগুলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা এলাকার। ওই বুথ সভাপতি হলেন কালাচাঁদ মাহালা। তিনি খাজরা গ্রাম পঞ্চায়েতের আমগেড়িয়া সংসদের বুথ সভাপতি। শুক্রবার রীতিমত নিজের দলবল নিয়ে স্থানীয় খাজরা সতীশ চন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হন এবং বেঞ্চে বসে সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে দেন। জিজ্ঞাসা করলে বলেন, “মানুষের যাতে উপকার হয় সেই জন্যই এসেছি।” কিন্তু, আপনার দলের শীর্ষ নেতৃত্ব তো দুয়ারে সরকারের নানা সমালোচনা করেছেন? কালাচাঁদের উত্তর- “আমার সেরকম কিছু জানা নেই। প্রকল্পগুলি থেকে মানুষ উপকৃত হচ্ছেন বলেই দলবেঁধে আসছেন। আমরা যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।” কিন্তু, এ নিয়ে বিতর্ক হবেনা তো দলে? তিনি বললেন, “বিতর্কের কিছু নেই। সাধারণ মানুষকে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছি, এতে বিতর্কের কি আছে!”

বিজেপির বুথ সভাপতি ও কর্মীরা :

বিজেপির বুথ সভাপতি কালাচাঁদ মাহালা (ডানদিকে) :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ভাবে “দুয়ারে সরকার” ও “লক্ষ্মীর ভান্ডার” এর সমালোচনা করেছেন! এমনকি, তাঁদের “যমের দুয়ারে সরকার” বলতেও শোনা গেছে। তবে, তাঁর দলের নীচু স্তরের কর্মীরা যে তাতে সহমত নন, এই ঘটনায় ফের একবার প্রমাণিত হল। এ নিয়ে ওই বিজেপি কর্মীদের বাহবা দিলেও, শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়লেন না, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন, “কি আর বলব! বিজেপির একজন বুথ স্তরের কর্মীর মাথায় যে বোধবুদ্ধি টুকু আছে, দিলীপ ঘোষদের মাথায় তা নেই! আর, পূর্ব মেদিনীপুরের ওই দুর্নীতিগ্রস্ত নেতা সম্পর্কে কিছু বলতে চাইনা। তবে, এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য বিজেপির বুথ সভাপতি সহ ওই কর্মীদের ধন্যবাদ জানাই।” অপরদিকে, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বললেন, “বিজেপি সিপিএম কংগ্রেস, যে দলের নেতাই হোক না কেন, একজন মানুষ হিসেবে, অন্য মানুষকে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন, এটা বিতর্কের নয় বরং প্রশংসার! আমাদের দিলীপ বাবু’র বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি প্রকল্প নয় সরকারের প্রয়োগ নীতি নিয়ে সমালোচনা করেছেন। তিনি এও বলেছেন, ভালো প্রকল্প বা ভালো কাজকে আমরা সব সময় সমর্থন করি। তবে, তা নিয়ে রাজনীতি আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখার প্রচেষ্টাকে আমরা সমালোচনা করি।”

কেশিয়াড়ির এই বিদ্যালয়ের শিবিরেই উলট পুরাণ :

শিবিরে যাচ্ছেন এক প্রৌঢ়া :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago