Recent

Paschim Medinipur School: অবসরের সময়েও শান্তি নেই! টাকা না দিলে তৈরি হবেনা পেনশনের কাগজপত্র, প্রতিবাদে DI অফিসে ধর্না মেদিনীপুরের শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: টাকা না দিলে হবেনা চাকরি! সেই অভিযোগে ইতিমধ্যে উত্তাল হয়েছে গোটা রাজ্য থেকে দেশ। কলকাতা হাইকোর্টে জমেছে মামলার পাহাড়। চলছে সিবিআই তদন্ত। এবার, অবসরের আগেও টাকা চাওয়ার অভিযোগ! অভিযোগ, পেনশন তথা অবসরকালীন কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ ৪০ হাজার টাকা দাবি করছে! প্রতিবাদে ডিআই অফিসে ডিআই বা জেলা বিদ্যালয় পরিদর্শকের ঘরের (চেম্বারের) সামনেই ধর্না বসলেন শিক্ষিকা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার। জেলার কেশপুর ব্লকে অবস্থিত কেশপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা এবং ক্লার্ক (বা, গ্রুপ-সি কর্মী) এর বিরুদ্ধে অবসরকালীন বিভিন্ন কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য টাকা চাওয়ার অভিযোগ তুললেন বিদ্যালয়েরই শিক্ষিকা নিবেদিতা সরকার। আগামী ৩১ মার্চ (২০২৩) তিনি অবসর গ্রহণ করবেন। তার আগে, পেনশন-পি.এফ-গ্র্যাচুইটি সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে দেওয়ার জন্য ৪০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে মূলত বিদ্যালয়েরই গ্রুপ-সি কর্মী তুষার কান্তি দোলইয়ের বিরুদ্ধে। আর, তাঁকে মদত দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকা শ্যামলী মান্নার বিরুদ্ধে!

ডিআই এর রুমের সামনে ধর্নায় শিক্ষিকা:

এদিকে, টাকা দিতে নারাজ মেদিনীপুর শহরের অশোকনগর এলাকার বাসিন্দা তথা কেশপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মশিক্ষার শিক্ষিকা নিবেদিতা সরকার। সেজন্যই গত ৮ মাস ধরে তাঁকে ঘুরতে হচ্ছে। এমনকি, টাকা না দেওয়ায় জন্য বিদ্যালয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ এনেছেন তিনি! অভিযোগের তীর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দিকে। তিনি ক্লার্ককে দিয়ে এই কাজ করাচ্ছেন বলে অভিযোগ এনেছেন নিবেদিতা দেবী। গত ৭-৮ মাস ধরে এই ঘটনা ঘটে চলেছে বলে তাঁর অভিযোগ। এই বিষয়ে একাধিকবার ডিআই বা জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দারের শরণাপন্ন হয়েছিলেন বলেও মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি। সমস্যার কোনো সমাধান হয়নি দেখে, রীতিমতো ডি.আই-কে চিঠি লিখে জানিয়ে মঙ্গলবার বেলা ২ টোর পর তাঁর চেম্বারের সামনেই ধর্নায় বসে পড়েন শিক্ষিকা। বিকেল ৪ টা অবধি ধর্নায় বসার পর খবর পেয়ে পৌঁছন বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তারপরই, নড়েচড়ে বসেন ডি.আই। বিদ্যালয়ের ক্লার্ককে অবিলম্বে ডেকে পাঠিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। অপরদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী মান্না-কে এই বিষয়ে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago