Recent

Paschim Medinipur: চিঁড়ে প্রসাদ খেয়ে বিপত্তি! দু’টি গ্রামের ৫৯ জন অসুস্থ; ভুল ইঞ্জেকশন প্রয়োগে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তাল হাসপাতাল

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: শুক্রবার (৫ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে স্থানীয় একটি দোকানে হালখাতা ও বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের চিঁড়ে প্রসাদ খেয়েই পাশাপাশি দু’টি গ্রামের অন্তত ৫৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (৬ মে) ভোর থেকে বমি, পাতলা পায়খানা সহ ডায়েরিয়ার উপসর্গ দেখা দেয় সকলের মধ্যে। তাঁদের মধ্যেই বছর ২১’র এক যুবকের মৃত্যু হল রবিবার রাতে। ভুল চিকিৎসায় বা ভুল ইঞ্জেকশন প্রয়োগে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা’র। শুক্রবার সন্ধ্যায় ডেবরার ডুঁয়া এলাকায় একটি দোকানে পুজোর অনুষ্ঠানের প্রসাদ খেয়ে ভোররাত থেকে বমি, পায়খানা সহ ডায়েরিয়ার নানা উপসর্গ নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন পদিমা এলাকার প্রায় ৪০ জন। শনিবার নতুন করে পাশের গ্রাম গয়লাগেড়িয়ার আরো ১৭-১৮ জন অসুস্থ হন ওই একই কারণে। সকলেই ওই চিঁড়ে প্রসাদ খেয়ে বা খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে অসুস্থ হয়েছিলেন বলে রবিবার স্বীকার করে নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সবমিলিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় ৬০ জন চিকিৎসাধীন ছিলেন রবিবার অবধি।

যুবকের মৃত্যু ঘিরে হাসপাতালে অশান্তি:

তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলেও জানা যায়। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই দু’টি গ্রামে মেডিকেল টিম-ও পাঠানো হয়। এর মধ্যেই, গতকাল অর্থাৎ রবিবার রাত্রি ১০-টা নাগাদ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ ঘোড়াই। বয়স মাত্র ২১! পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার জেরে তার মৃত্যু হয়েছে। মৃত যুবকের মায়ের অভিযোগ, হাসপাতাল থেকে একটি ইঞ্জেকশান দেওয়ার আধ ঘণ্টার মধ্যেই মারা যায় তাঁর ছেলে! এরপর, পরিস্থিতি রীতিমতো উতপ্ত হয়ে ওঠে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার পরই হাসপাতালে পৌঁছয় ডেবরা থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে, তরতাজা ছেলের মৃত্যুতে হাহাকার করছেন পরিবারের সদস্যরা। যুবকের মা শোকে মুহ্যমান! সোমবার সকালে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “খাদ্যে বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। শনিবার সকাল থেকেই স্বাস্থ্য দপ্তরের তরফে নজরদারি চালানো হচ্ছে। এলাকায় মেডিকেল টিম-ও আছে। তা সত্ত্বেও চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেলাম। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হাসপাতালের সুপার তথা ডেবরা’র BMOH- এর সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি।”

News Desk

Recent Posts

Midnapore: হস্তি শাবকের মৃত্যু মেদিনীপুর বনবিভাগে, শোকে মুহ্যমান জঙ্গলমহলবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সাতসকালেই দুঃসংবাদ! হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর…

1 day ago

Midnapore: শালবনীর পিড়াকাটাতে রাজ্য সড়ক যেন মরণ-ফাঁদ! আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: রাস্তা নয় ঠিক যেন মরণ-ফাঁদ। প্রায় প্রতিদিন…

3 days ago

National Teacher: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে আছে ব্যাঙ্ক, হাসপাতাল, স্মার্ট ক্লাসরুম; ভারপ্রাপ্ত শিক্ষিকা পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ে…

3 days ago

WBJEE: জয়েন্টে সফল তিন কৃতী ভর্তি হয়েছেন স্বপ্নের ডেস্টিনেশন IIT খড়্গপুরে! জেনে নিন তাঁদের সম্বন্ধে…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের মেধাতালিকায় জায়গা করে…

7 days ago

Kharagpur: বিদেশের মাটিতে ক্রীড়াক্ষেত্রে সাফল্য বাংলার শিল্পদ্যোগীর, উচ্ছ্বাস খড়্গপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি শিল্প (ইন্ড্রাস্ট্রি) চালান, তিনি খেলাধুলাও করেন।…

7 days ago

Midnapore: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ শালবনীবাসী, আক্রান্ত প্রায় ৩৫; ধরতে নাকানিচুবানি খাচ্ছে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: একেই বোধহয় বলে বানরের বাঁদরামি! আকারে হনুমান…

1 week ago