Recent

Suvendu: “রিপোর্ট বদলে দিতেই পূর্ব মেদিনীপুরের বিজেপি কর্মীর ময়নাতদন্ত মেদিনীপুর মেডিক্যালে”, বিস্ফোরক শুভেন্দু, পাল্টা সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: চন্দন মাইতির পর ভাস্কর বেরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই বিজেপি কর্মী খুন হয়েছেন! এ নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আর, এর মধ্যেই সোমবার সন্ধ্যায় মৃত বিজেপি কর্মী ভাস্কর বেরা’র মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পর, মেদিনীপুর শহরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বললেন, “পশ্চিমবঙ্গের তথাকথিত বাংলার মেয়ের রাজ্যে মরেও শান্তি নেই! পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি কর্মীর মৃতদেহ পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে। ১৩ নভেম্বর মৃত্যু হয়েছে, আজ ১৫ নভেম্বর। মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া করা হয়েছে! পরিকাঠামো থাকা সত্ত্বেও, কাঁথি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়নি, রিপোর্ট বদলাতে পারবেন না বলে। তাই, আগে থেকেই সেটিং করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী আগে থেকেই ফোন করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ময়নাতদন্তের রিপোর্টে লেখা হবে, পাকস্থলীতে মদ পাওয়া গেছে, দেহে আঘাতের চিহ্ন নেই!”

শ্রদ্ধা জানাচ্ছেন শুভেন্দু :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে ভগবানপুরের খাটিয়া গ্রামের বিজেপি বুথ সাধারণ সম্পাদক ভাস্কর বেরা’র অস্বাভাবিক মৃত্যু হয়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। তবে, তাঁর ময়নাতদন্ত কাঁথি বা তমলুক জেলা হাসপাতালে না করে, সুদূর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করায়, বিতর্ক তৈরি হয়েছে। এনিয়েই, রাজ্য সরকার তথা শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এও বলেছেন, “চন্দন মাইতি ও ভাস্কর বেরা’র মৃত্যুর বিষয়ে সিবিআই (CBI) এর কাছে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে আদালতের সাহায্য নিয়ে হলেও, এই দুই খুনের সিবিআই তদন্তের দাবি জানানো হবে।” তবে, এদিন নন্দীগ্রাম মামলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কিছু বলতে চাননি। তিনি মন্তব্য করেছেন, “বিচারাধীন বিষয়ে বিশেষ কিছু বলবনা, তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আর, একথা তো সত্যিই যে, হাইকোর্টের উপর মাননীয়া চাপ সৃষ্টি করেন। বিচারপতি কৌশিক চন্দের ঘটনায় তার প্রমাণ পাওয়া গেছে। ওনাকে এর আগে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত!” এদিকে, শুভেন্দুর এদিনের মন্তব্যের পাল্টা বিরোধিতা করে, তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বলেছেন, “নন্দীগ্রাম মামলায় চাপে পড়ে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন বিরোধী দলনেতা। উনি বুঝে গেছেন, ওনার বিধায়ক তকমা বা বিরোধী দলনেতার তকমা আর থাকবে না! রাতের অন্ধকারে যেভাবে চাপ সৃষ্টি করে, নন্দীগ্রামের ফলাফল বদলে দিয়েছিলেন, তা ওনার পক্ষেই সম্ভব! এবারও, কাঁথি হাসপাতালের চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করতে পারতেন উনিই, তাই ময়নাতদন্ত করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আর, একথা সকলেই জানে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট বদলে দেওয়ার অভিযোগ নেই।”

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago