Recent

Midnapore: “ভয়কে হারিয়ে ন্যায়কে জয় করুক প্রতিটি মেডিক্যাল কলেজ!” মধ্যরাতের আন্দোলনে দাবি-পূরণের পর মেদিনীপুর থেকে বার্তা জুনিয়র চিকিৎসকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: “দুপুর ১২টা থেকে রাত্রি ১২টা অবধি আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার পর, নিজেদের দাবি আদায় করতে পেরেছি। হুমকি বা থ্রেট কালচারের বিরুদ্ধে এই আন্দোলন আমরা রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজেই ছড়িয়ে দিতে চাই। আমরা চাই, ভয়কে হারিয়ে ন্যায়কে জয় করুক প্রতিটি মেডিক্যাল কলেজ।” মধ্যরাত (রবিবার রাত্রি ১২টা ০৫ মিনিটে) অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার পর, নিজেদের প্রাথমিক দাবি পূরণের বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর, কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুর মেডিক্যালের এক ইন্টার্ন বা জুনিয়র চিকিৎসক। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাউসস্টাফ তথা কলেজের TMCP ইউনিটের হেড মুস্তাফিজুর রহমান মল্লিকের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারির ২৪ ঘন্টার মধ্যেই ফের নতুন নির্দেশিকা জারি নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার’ করে নেয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ কাউন্সিল। প্রতিবাদে শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত্রি ১২টা অবধি জুনিয়র চিকিৎসকরা ‘ঘেরাও’ করে রাখেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP বা সুপার ডঃ জয়ন্ত রাউত, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডঃ আর.এন মাইতি এবং সিনিয়র মোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ সোমদেব গুপ্ত-কে। যদিও, এদিন অনুপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ডঃ মৌসুমী নন্দী।

পড়ুয়াদের আন্দোলন মধ্যরাত অবধি:

শেষ পর্যন্ত পড়ুয়াদের আন্দোলনের চাপে ঠিক মধ্যরাতে (রাত্রি ১২টা ৫ মিনিট নাগাদ) তাঁদের বেশ কিছু দাবি মেনে নিতে বাধ্য হন MSVP, ডিন এবং বরিষ্ঠ অধ্যাপক। পড়ুয়া তথা জুনিয়র চিকিৎসকদের দাবি মতো, মুস্তাফিজুর রহমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ফের কলেজ কাউন্সিল তাঁদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়ার পরই ঘেরাও-অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তাঁরা। জুনিয়র চিকিৎসকরা জানান, “প্রায় ১২ ঘন্টা ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পর আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সোমবার এই বিষয়ে আলোচনার জন্য লিখিত প্রতিশ্রুতি আমরা আদায় করতে পেরেছি।” তাঁরা এও জানিয়েছেন, মূলত প্রিন্সিপাল ম্যাডামের সিদ্ধান্তেই ‘প্রভাবশালী’ মুস্তাফিজুর রহমান মল্লিকের উপর থেকে কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ঢোকার ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করা হয়েছিল।

মধ্যরাত অবধি পড়ুয়াদের ঘেরাও কর্মসূচি:

প্রসঙ্গত, শুক্রবারের (৩০ আগস্ট) নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশিকায় (অর্থাৎ, ২৪ ঘন্টার মধ্যে বেরোনো দ্বিতীয় নির্দেশিকায়) ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ‘নির্ধারিত’ জায়গায় তাঁর পরিবর্তে ‘স্বাক্ষর’ করেছিলেন সিনিয়র মোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ সোমদেব গুপ্ত। শনিবার (৩১ আগস্ট) রাতে তিনি জানান, প্রিন্সিপালের নির্দেশেই গতকালের নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন তিনি! যুক্তি দিয়ে তিনি এও জানান, মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে পড়ুয়া বা জুনিয়র চিকিৎসকদের কাছে কোন প্রমাণ ছিলনা। তাই একজন হাউসস্টাফ হিসেবে আপাতত মুস্তাফিজুর নিজের কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু, ছাত্ররা প্রমাণ দিলে নিশ্চয়ই অন্য সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে, ছাত্রদের তোলা সমস্ত অভিযোগই তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি। MSVP বা হাসপাতালের সুপার ডঃ জয়ন্ত রাউত বলেন, “ওঁদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রিন্সিপাল যেমন নির্দেশ দিয়েছেন, সেই মতো আমরা ওঁদের সিদ্ধান্ত জানিয়েছি। তদন্ত চলছে।”

মধ্যরাতের বৈঠক শেষে তথা ‘ঘেরাও’ মুক্ত হওয়ার পর MSVP ডক্টর জয়ন্ত রাউত:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago