Recent

West Midnapore: মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘মা’ ক্যান্টিন মুখ থুবড়ে পড়লো পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল:মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘মা’ ক্যান্টিন মুখ থুবড়ে পড়লো পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, দরিদ্র জনসাধারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে শুরু করেছিলেন, তাঁর স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। রাজ্যের বিভিন্ন শহরেই ধাপে ধাপে শুরু হয়েছে এই স্বল্পমূল্যের সরকারি ক্যান্টিন। ঢাকঢোল পিটিয়ে ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌরসভাতেও মা ক্যান্টিনের উদ্বোধন করা হয়। পৌরসভা নির্বাচনের আগে, গত ২৮ ডিসেম্বর (২০২১), তা উদ্বোধন করেন মহকুমাশাসক সুমন বিশ্বাস। ক্ষীরপাই পৌর এলাকার দরিদ্র সাধারণ মানুষকে ৫ টাকার বিনিময়ে ডিমের ঝোল, ভাত, তরকারি খাওয়ানোর উদ্দেশ্যেই মা ক্যান্টিনের সূচনা করা হয়েছে বলে প্রচারও করা হয়। অন্যান্য জায়গা থেকে যাঁরা কাজের তাগিদে আসবেন, তাঁরাও এই ক্যান্টিনের সুবিধা পাবেন বলেও জানানো হয়। প্রতিদিন ১৫০ জন মানুষ মাত্র ৫ টাকার বিনিময়ে এই খাবার পাবেন বলে আয়োজন করা হয়। তবে, তা চালু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ!

উদ্বোধনের দিন:

জেলার অন্যান্য পৌরসভাগুলোতে মা ক্যান্টিনের পরিষেবা চালু থাকলেও, ক্ষীরপাই পৌরসভায় মাত্র সাত দিন চলে ‘মা ক্যান্টিন’। এমনটাই অভিযোগ। এই মুহূর্তে মা ক্যান্টিনের কোনো অস্তিত্বও ক্ষীরপাইতে নেই বলে সাধারণ মানুষ জানিয়েছেন। বিরোধীদের বক্তব্য, ভোটের চমক দেওয়ার জন্যই এই ধরনের প্রকল্পগুলি নেওয়া হয়েছিল। বাস্তবে বেশিরভাগ জায়গাতেই মা ক্যান্টিনের পাঠ চুকে যাওয়ার পথে! বিজেপি নেতা কার্তিক সরেন বলেন, “ক্ষীরপাই পৌরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মা ক্যান্টিনের জন্য সরকার টাকা দিয়েছিল। কিন্তু, লোকদেখানো দিন কয়েক চালিয়ে, সরকারি প্রকল্পের টাকা লুট করা হয়েছে। যেখানে প্রাইমারি স্কুলগুলো ছাত্র পিছু ৫ টাকারও কম পায়, মিড ডে মিলের জন্য; সেখানে এই প্রকল্পে সরকারের দেয় ১০ টাকা, উপভোক্তা ৫ টাকা। এছাড়াও, সরকার থেকে চাল, রাঁধুনির বেতন দেওয়া হয়। তা সত্ত্বেও কেন মা ক্যান্টিন বন্ধ হবে? তদন্ত করে দেখা হোক। আর, গরিব মানুষগুলো যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য দ্রুত মা ক্যান্টিন খোলা হোক।” অন্যদিকে, সিপিএমের দাবি, এটা ছিল নির্বাচনের চমক। ইতিমধ্যে, অনেক দুর্নীতিও প্রকাশ পাচ্ছে মা ক্যান্টিন নিয়ে। এই বিষয়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শংকর পান বলেন, “আমি মাত্র কয়েকদিন দায়িত্ব নিয়েছি। যাতে সত্বর মা ক্যান্টিন খোলা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago