দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর:এলাকার প্রায় ১৫-১৬ টি বাড়িতে বিদ্যুৎ নেই। বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে। আর, সেই বিবাদ মেটানোর জন্যই দুই পক্ষের লোকজন মঙ্গলবার দুপুরে গিয়েছিলেন স্থানীয় ২৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ডাকাবুকো তৃণমূল নেতা এবং ওয়ার্ড কো-অর্ডডিনেটর রবিশঙ্করের পান্ডের পার্টি অফিসে। কিন্তু, সেই পার্টি অফিসেই তৃণমূলের কর্মীর হাতে মার খেতে হল মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের! এমনটাই অভিযোগে উত্তল হল খড়গপুর। নিগৃহীত মহিলাদের অভিযোগ, রবিশঙ্কর পান্ডের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী কালু মহিলাদের গায়ে হাত দেয়, কাপড় ছিঁড়ে দেয়।
অন্যদিকে তৃণমূল নেতা রবিশংকর পান্ডে জানান, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। স্থানীয় দুই গোষ্ঠী বিদ্যুতের সমস্যা নিয়ে এসেছিল সমাধান চাইতে। কিন্তু, নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই”। অন্যদিকে, ঘটনার পরই ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা খড়্গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়। দুই পক্ষের তরফেই অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। এই ঘটনাতে এক সিভিক ভলেন্টিয়ার ও তাঁর স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…