Recent

Shrikanta Mahata: ‘মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ!’ বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়ার পরই ‘সাবধানী’ শ্রীকান্ত, অফিসের বাইরে সতর্কবার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: সরষের মধ্যেই থাকতে পারে ভূত! ‘বেফাঁস’ মন্তব্য নিমেষে করে দিতে পারে ‘ভাইরাল’! তাই, সাবধানী শ্রীকান্ত। আর, কোনো ঝুঁকি নয়। সাক্ষাৎ করতে হলে, মোবাইল ছাড়াই করতে হবে। অন্তত, বাসভবন সংলগ্ন অফিসে প্রবেশের আগে, দরজায় চেটানো নীল কালিতে লেখা সাদা কাগজের ‘সতর্কবার্তা’ সেই ইঙ্গিত-ই দিচ্ছে! হ্যাঁ, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি তথা ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর শালবনী (চকতারিনী)’র অফিস তথা বাসভবনের প্রধান দরজার সামনে মঙ্গলবার তেমনই এক কাগজ চেটানো হয়েছে; যেখানে লেখা- ‘মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ!’ ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। তবে, এনিয়ে মন্তব্য করতে চাননি মন্ত্রী শ্রীকান্ত মাহাত। মঙ্গলবার দিনভর সাংবাদিকদের ফোন কেটে দিয়েছেন ‘ব্যস্ত’ থাকায়। সন্ধ্যা নাগাদ অবশ্য জানিয়েছেন, “আমি বাইরে আছি, খোঁজ নিয়ে দেখছি কোনো কর্মী কিছু চিটিয়েছে কিনা!” তবে, তাঁর অফিসের কর্মীরা অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন।

দরজায় চেটানো সতর্কবার্তা:

প্রসঙ্গত, একান্ত ঘরোয়া বৈঠকে করা ‘বেফাঁস’ মন্তব্য ভাইরাল হয়েছিল দু’দিন আগেই। তারপরই যে এই পদক্ষেপ তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য যে, শুক্রবার (২৬ আগস্ট) শালবনীতে নিজের বাড়ির সামনে একটি ঘরোয়া বৈঠকে দলের কিছু নেতা-নেত্রীর বিরুদ্ধে (জুন মালিয়া, সায়নী ঘোষ থেকে সায়ন্তিকা, মিমি, নুসরত প্রমুখ) ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। শনিবার সেই ভিডিও ভাইরাল হতেই তাঁকে শোকজ করে দল। রবিবার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন শ্রীকান্ত মাহাত। হাতেগোনা কয়েকজন কর্মীর মধ্যেই কেউ না কেউ ওই ভিডিও ভাইরাল করে দেয় বলে অনুমান! তাই, নতুন করে তিনি বা তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা (কর্মীরা) এনিয়ে আর ঝুঁকি নিতে চাননি! সেজন্যই দরজার বাইরে চিটিয়ে দেওয়া হয়েছে, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ (আদেশানুসারে)। কারণ, বলা তো যায়না, সরষের মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভূত! ফের মনের কোনো গোপন কথা বেরিয়ে আসতেই পারে। আর, তা যাতে আর ‘ভাইরাল’ না হয়, অন্তত সেজন্যই মন্ত্রীর এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও জেলা তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, জেলা বিজেপি’র মুখপাত্র অরূপ দাসের কটাক্ষ, “তৃণমূলে আগুন লেগেছে। সেই আগুন কি আর মোবাইল নিষিদ্ধ করলে নিভবে! পুড়ে সব ছাই হয়ে যাবে।”

বাড়ির সামনের দরজায় চেটানো হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago