তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারে বেরিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায় (বর্তমানে, খড়ার পৌরসভার পৌর প্রশাসক) গুরুতর আহত অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তিনি যখন ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, তখন তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলেরই আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অরূপ রায়। জানা যায়, এদিন খড়ার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচির ফর্ম ফিলাম করছিলেন অনুপ জানা সহ বেশ কিছু তৃণমূল কর্মী। আর সেই সময় অরুপ রায় পৌঁছতেই তর্ক-বিতর্ক, ঠেলাঠেলি থেকে শুরু হয় মারধর। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল প্রার্থী অরূপ রায় এবং অনুপ জানা। দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এদিকে, ঘাটালে নির্বাচনী প্রচারকে ঘিরে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে মারপিটের ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়ে ভর্তি ঘাটাল মহকুমা হাসপাতালে। ওয়ার্ডে তৃণমুল-বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে এমনই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ, শুক্রবার রাত দশটা নাগাদ ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল, তখন তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এই ঘটনায় ২ জন বিজেপি কর্মী আহত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। অপরদিকে, তৃণমূলের অভিযোগ, ওই ওয়ার্ডে রাতের বেলা যখন তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল, তখন বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে বেধড়ক মারধর করে। ওই কর্মী বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ঘাটাল থানায়। এমনই দাবি উভয় পক্ষের।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…