Recent

HS Results: উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রথম তিনে দুই মেদিনীপুর! মেধাতালিকায় পঞ্চম স্থানে কাঁথি হাই স্কুলের সায়ন্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৮ মে: বুধবার (৮ মে) প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের (HS Results 2024) ফলাফল। বুধবার দুপুর ১-টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার, পাশের হার ৯০ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৯.৯৯ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.৫৬ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৯.৭৭ শতাংশ। পাশের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় (প্রথম দশে) এবার জায়গা করে নিয়েছেন মোট ৫৮ জন। ১৫টি জেলার ৫৮ জন কৃতী প্রথম দশে আছেন। এর মধ্যে হুগলি থেকেই ১৩ জন আছেন মেধাতালিকায়। বাঁকুড়া থেকে আছেন ৯ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন আছেন প্রথম দশে। কলকাতা থেকে ৫ জন রয়েছেন মেধাতালিকায়। পূর্ব মেদিনীপুর থেকে আছেন ৪ জন। তবে, এবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিতে পারেননি কেউই।

বাবা-মা’র সঙ্গে পঞ্চম স্থানাধিকারী সায়ন্তন:

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় এবার প্রথম স্থান অধিকার করেছেন ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল (আলিপুরদুয়ার)- এর অভীক দাস। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। দ্বিতীয় স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা (৪৯৫) এবং তৃতীয় স্থান দখল করেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের (মালদহ) অভিষেক গুপ্ত (৪৯৪)। অপরদিকে, চতুর্থ স্থান দখল করার সাথে সাথেই, মেয়েদের মধ্যে রাজ্যে যুগ্ম ‘প্রথম’ স্থান অধিকার করেছেন যথাক্রমে- কোচবিহারের প্রতীচী রায় তালুকদার (সুনীতি অ্যাকাডেমি, ৪৯৩) এবং হুগলির স্নেহা ঘোষ (কৃষ্ণা ভাবিনী নারী শিক্ষা মন্দির, ৪৯৩)। ৪৯২ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি হাই স্কুলের (Contai High School) ছাত্র সায়ন্তন মাইতি। অখণ্ড বা অবিভক্ত মেদিনীপুরে সায়ন্তন-ই এবার ‘প্রথম’ স্থান অধিকার করে পরম গৌরবের অধিকারী হলেন! সায়ন্তনের বাড়ি কাঁথি (কন্টাই) সংলগ্ন কারকুলি এলাকায়। সায়ন্তন ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা থেকে মেধাতালিকায় (প্রথম দশে) জায়গা করে নিয়েছেন, যথাক্রমে- এগরা ঝাটুলাল উচ্চ বিদ্যালয়ের দেবপ্রিয় বর, হলদিয়া হাই স্কুলের সংশপ্তক আদক এবং হলদিয়া গভঃ স্পনসরড বিবেকানন্দ বিদ্যাভবনের অনিশ ঘোড়াই। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৭ এবং তাঁরা সকলেই মেধাতালিকায় ‘দশম’ স্থান অধিকার করেছেন।

প্রথম পাঁচে:
১) অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)।
দ্বিতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৫
১) সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
তৃতীয় স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৪
১) অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
চতুর্থ স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯৩
১) প্রতীকী রায় তালুকদার, সুনীতি একাডেমি, কোচবিহার।
২) শ্রেয়া ঘোষ, কৃষ্ণভাদুরি নারী শিক্ষা মন্দির, চন্দননগর
পঞ্চম স্থান, প্রাপ্ত নম্বর: ৪৯২
১) সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কাঁথি।
২) সুস্বাদি কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া।
৩) সুতোর্থিতা সরকার, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দির, মালদহ।
৪) সৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।
৫) সানন্দা রায়, নভনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়, বীরভূম।
৬) অঙ্কিত পাল, বেথুয়াডহরি হাই স্কুল, বাঁকুড়া।
৭) অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

সায়ন্তন মাইতি (৪৯২ নম্বর পেয়েছেন উচ্চ মাধ্যমিকে):

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago