Recent

Midnapore: ছাত্রাবাসের বাসি তরকারি খেয়ে মেদিনীপুর গ্রামীণের স্কুলে অসুস্থ ৪৬ জন পড়ুয়া! ১২ জনকে ভর্তি করতে হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: দুপুরের বাসি তরকারি (Stale food) খাওয়ানো হয়েছিল রাতে। আর, তা খেয়েই অসুস্থ হল হস্টেলের (ছাত্রাবাসের) ৪৬ জন ছাত্র-ছাত্রী। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছে। মেদিনীপুর সদর ব্লকের পাচরা সংলগ্ন তেল্যা হাই স্কুলের (তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের) ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে তাঁদের বিক্ষোভ ঘিরে রীতিমত উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। শুক্রবার সন্ধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অসুস্থ ছাত্র-ছাত্রীরা:

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের ছাত্র ও ছাত্রীদের হস্টেলে সবমিলিয়ে ১৬০ জন পড়ুয়া থাকে। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাত্রি ১০টা নাগাদ তাদের রাতের খাবার দেওয়া হয়। সেই সময়ই তাদের দুপুরের তরকারি খাওয়ানো হয় বলে অভিযোগ। আর তা খেয়েই শুক্রবার সকাল থেকে অসুস্থ হতে শুরু করে একে একে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী। সকলেরই পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা বা ডায়রিয়ার উপসর্গ। শুক্রবার দুপুরের মধ্যে ৪৬ জনকে স্থানীয় পাঁচখুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার মধ্যে ৩৪ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে, ১২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। সুস্থ হয়ে ওঠা ছাত্র-ছাত্রীদের অভিযোগ, “দুপুরের ঠান্ডা বাসি তরকারি রাতে গরম ডালের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তা খেয়েই ভোর থেকে আমাদের মধ্যে অনেকের বমি-পায়খানা শুরু হয়। অনেকে আবার স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ি।” শুক্রবার সন্ধ্যা নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “খবর পাওয়ার পরই স্বাস্থ্য দপ্তরের টিম স্কুলে পৌঁছেছে। সমস্ত খোঁজখবর নেওয়া হয়েছে। দুপুরের খাবার রাতে খাওয়ার ফলে, কোন কারনে খাদ্যে বিষক্রিয়া থেকে এমনটা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।”

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago