Recent

Medinipur News: একের পর এক দেহ উড়ে গিয়ে পড়ল কয়েকশো মিটার দূরে! দাপুটে তৃণমূল নেতার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১৬ মে: ভরদুপুরে ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠলো আশেপাশের অন্তত ৮-১০টি গ্রাম। ছিন্নবিচ্ছিন্ন একের পর এক দেহ পুতুলের মতো উড়ে গিয়ে পড়ল অন্তত ৩০০-৪০০ মিটার দূরে! মঙ্গলবার দুপুরে (১২-টা নাগাদ) পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের সাহাড়া অঞ্চলের খাদিকুল গ্রামে ঠিক এমন ঘটনাই ঘটে। খোঁজ নিয়ে ‌জানা যায়, এলাকার দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে! সন্ধ্যা ৬-টা অবধি ৯-টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার পরই জখম অবস্থায় অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগ পালিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। জেলা পুলিশ সুপার অমরনাথ কে. জানিয়েছেন, “অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে আমরা এখনও পর্যন্ত ৯-টি দেহ উদ্ধার করেছি। ৪ জনকে এগরা হাসপাতাল থেকে পিজি (sskm)-তে স্থানান্তরিত করা হচ্ছে।” এই বাজি কারখানায় আগেও বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

১-২ কিলোমিটার দূর থেকেও শুধুই ধোঁয়া:

জানা যায়, খাদিকুল গ্রামের লোকালয় থেকে ৫০-৬০ মিটার দূরে তৃণমূল নেতা ভানু বাগের বাজি কারখানা। মঙ্গলবার দুপুরে সেখানে পুরুষ, মহিলা সহ ২৫-৩০ জন কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হঠাৎই দুপুর ১২-টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ হয় ওই কারখানায়। প্রায় ২-৩ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে! ছুটে আসেন স্থানীয়রা। ১-২ কিলোমিটার দূর থেকে দেখা যায়, আকাশ জুড়ে শুধুই ধোঁয়া! কিছুটা এগোনোর পরই এলাকাবাসীরা দেখতে পান, পড়ে আছে একের পর এক ছিন্নবিচ্ছিন্ন দেহ (সেই ছবি ইতিমধ্যে ভাইরালও হয়েছে নেট মাধ্যমে)। পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং দমকল। বেশ কিছু দেহ এবং জখম কর্মীদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সন্ধ্যা ৬টা নাগাদ জেলা পুলিশ সুপার অমরনাথ কে. জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৯-টি দেহ উদ্ধার করতে পেরেছি। পাশের পুকুরে কোনো দেহ আছে কিনা তল্লাশি চালানো হবে।”

তিনি এও জানান, এই অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে আগেও পদক্ষেপ করা হয়েছে। মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে গত বছর (২০২২) নভেম্বর মাসে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশের মদতেই চলছিল বাজি কারখানা! এদিন অন্তত ১২-১৪ জনের মৃত্যু হয়েছে বলেও গ্রামবাসীদের দাবি। যদিও, জেলা পুলিশ সুপার সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, “পঞ্চায়েতের আগে বোমা তৈরি করছিল তৃণমূল।” বাম-কংগ্রেস সহ এলাকাবাসীও একই অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রাজনৈতিক রং না দেখে পুলিশ নিজেদের কাজ করবে।”

ঘটনাস্থলে দমকল:

ভয়াবহ বিস্ফোরণে ভষ্মীভূত বাজি কারখানা :

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago