Recent

Ama Dablam: নেপালের দুর্গম আমা দাবলাম পর্বত শৃঙ্গ জয় করলেন পশ্চিম মেদিনীপুরের যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: একের পর এক দুর্গম পর্বত শৃঙ্গ জয় করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের যুবক আবীর হুদাইত। ইতিমধ্যেই ভারত, নেপাল ও আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের দুর্গম পর্বত শৃঙ্গ জয় করেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর ২ নম্বর ব্লকের জোৎঘনশ্যাম এলাকার বাসিন্দা আবীর। সম্প্রতি, নেপালের অতি দুর্গম আমা দাবলাম (Ama Dablam) পর্বত শৃঙ্গ (৬৮১২ মিটার) জয় করলেন পশ্চিম মেদিনীপুর জেলার বছর ৩০’র আবীর। আর, তা নিয়েই এখন গর্বের স্রোত ভেসে যাচ্ছে গোটা ঘাটাল মহকুমা তথা জেলা জুড়ে।

আমা দাবলাম শৃঙ্গে :

উল্লেখ্য যে, আবীর কর্মসূত্রে মধ্যমগ্রামে থাকেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও, নেশা পর্বতারোহন ও ট্রেকিং করা। গত ১৬ অক্টোবর আবীর নেপালের নুরু গালজেং শেরপাকে সঙ্গে নিয়ে কাঠমান্ডু থেকে আমা দাবলামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রায় তিন সপ্তাহ ধরে কখনো পর্বতের কঠিন পাথর বেয়ে। আবার কখনো বরফের গা বেয়ে উঠতে থাকেন। অবশেষে, ৩ নভেম্বর নেপালের দুর্গম শৃঙ্গ আমা দাবলাম (নেপালি ভাষায় “মায়ের গলার নেকলেস”) জয় করেন। দু’জনই এই শৃঙ্গের শীর্ষে পৌঁছন। বছর ত্রিশের আবীর আমা দাবলামের পাশাপাশি এই অভিযানেই নেপালের লবুচে ইস্ট শৃঙ্গ জয় করেছেন বলে জানান।

প্রসঙ্গত, আবীরের বাবা আশীষ হুদাইত জেলা পরিষদের কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ। মা বিদ্যাবতী হুদাইত গৃহবধূ। আবীর দাসপুরের জোৎঘনশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর যথাক্রমে বি.টেক ও এম.টেক করেন। বর্তমানে, বেঙ্গালুরুতে বহুজাতিক একটি সংস্থায় চাকরি করেন আবীর। এর আগে আবীর আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত শৃঙ্গ, যা ‘চাঁদের পাহাড়’ নামে পরিচিত, সেই দুর্গম শৃঙ্গও জয় করেছেন। এছাড়াও, ভারতের হিমাচল প্রদেশ, মোনালীর মাউন্ট ইউনাম, চন্দ্রতাগা, লাদাখের কাঙ্গয়াতসে, উত্তরাখণ্ডের ভাগিরতি, নেপালের আইল্যান্ড পিক প্রভৃতি হাজার হাজার ফুট উঁচু শৃঙ্গগুলির শিখরে উঠে ভারতের ‘তিরঙ্গা’ পতাকা উড়িয়েছেন। তাছাড়াও সিকিমের গোয়েচা, লাদাখ, উত্তরাখণ্ড গিয়ে প্রায়ই ট্রেকিং করেন তিনি। পর্বত শৃঙ্গে ওঠার জন্য যা খরচ, তা তিনি নিজের পকেট থেকেই খরচ করেন বলে জানিয়েছেন আবীর। শুধুমাত্র পর্বতের প্রতি প্রবল ভালোবাসার টানেই আবীর শৃঙ্গে চড়েন বলেও জানিয়েছেন।

Ama Dablam শৃঙ্গে মেদিনীপুরের আবীর:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago