Recent

West Midnapore: চাপে পড়েই পশ্চিম মেদিনীপুরে টাকা ফেরত দেওয়া শুরু করলো শাসকদলের কর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: একেই বলে চাপ! বাপ বাপ বলে টাকা ফেরত দেওয়া শুরু হল। স্লোগান ছিল, “বদলা নয় বদল চাই!” হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়। দিদির সব ভাইয়েরাও তাই! ২০১১ সালে তাই পালাবদলের পর বিভিন্ন জায়গাতেই CPIM নেতা-কর্মীদের জরিমানা করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকাতেও ঘটেছিল সেই ঘটনা! ঠিক এগারো বছর পর অভিজিৎ-অস্ত্রে ঘায়েল শাসকদলের সেই সমস্ত কর্মীরা। বেআইনিভাবে অর্থ লুট করে পার্থ আজ ইডি’র হাতে বন্দী! তা থেকেই শিক্ষা নিলেন ডেবরার শাসকদলের সেই সমস্ত কর্মীরা। না চাইতেই, জরিমানা করা সিপিআইএম কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ‘টাকা’ ফেরত দেওয়া শুরু করলেন। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম।

চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নং মলিহাটী অঞ্চলের নরহরিপুরের। ২০১১ সালে পরিবর্তনের পর সিপিএম করার অপরাধে মলিহাটী অঞ্চলের প্রায় ১৬৫ জন সিপিএমের কর্মীর কাছ থেকে জরিমানা স্বরূপ স্থানীয় তৃণমূল নেতাদের দিতে হয়েছিল মোটা টাকা। জীবন বাঁচাতে সোনাদানা বন্ধক দিয়ে বা চড়া সুদে টাকা নিয়ে দিয়েছিলেন শাসক দলের নেতাদের। পরিবর্তনের ১১ বছর পর সেই টাকা ফেরৎ দিতে শুরু করলেন তৃনমূল নেতারা। এসএসসি দুর্নীতিতে জড়িয়ে গিয়ে গ্রেপ্তার প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা! সেই সময়ই একপ্রকার চাপে পড়ে ডেবরার তৃণমূল নেতারা এই ‘পথ’ বেছে নিলেন।

কি‌ দিন গেছে সেই সময়!

জানা যায়, গত কয়েকদিন আগে, চকমাধু ও নরহরিপুরে যথাক্রমে- মাধব সামই ৫ হাজার টাকা, কিংকর মান্না ৩০ হাজার টাকা, মদন জানা ১৫ হাজার টাকা, মানস পাল ৯৮ হাজার টাকা ফেরৎ পেয়েছেন। এও জানা গিয়েছে, মোট ১৬৫ জনের মধ্যে এই চারজন পেয়েছেন টাকা। বাকিদেরও ধাপে ধাপে টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি অসিত বেরার দাবি, “এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ আছে বলে আমার জানা নেই। কেউ যদি ব্যক্তিগত ভাবে টাকা নিয়ে থাকে সেটা দলকে জানিয়ে করেনি। আপাতত এখন অবধি আমার কাছে এ ধরনের কোনও খবর নেই। আমার মনে হয় কেউ বা কারা তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য এই কুৎসা বা বদনাম ছাড়ানোর চেষ্টা করছে।” তিনি যাই বলুন, জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি জানিয়েছেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যদি, ব্যক্তিগতভাবে কেউ টাকা নিয়ে থাকে, তাঁকে ফেরত দিতে হবে!” সিপিআইএম জেলা সম্পাদক সুশান্ত ঘোষ জানিয়েছেন, “মানুষের চাপে আজ নয় কাল তৃণমূলকে মাথা নত করতেই হতো!”

অবশেষে ফেরত পাওয়া গেল টাকা :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago