Recruitment

Appointment: খড়্গপুরে রেল, IIT, পোস্ট অফিস সহ বিভিন্ন দপ্তরে ২২২ জনের হাতে কেন্দ্রীয় সরকারের নিয়োগপত্র! “দেখে শিখুন, পশ্চিমবঙ্গে তো সবই ভুয়ো!” দিলীপের বিস্ফোরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ অক্টোবর: “নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবকিছুতেই এগোচ্ছে দেশ। প্রযুক্তিতে, বিজ্ঞানে, কৃষিতে। দেশের যুবকদেরও সেই অগ্রগতিতে অন্তর্ভুক্ত করার দরকার আছে। তাই, দেশের ১০ লক্ষ যুবকের হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। তার প্রথম পর্যায়ে আজ দেশজুড়ে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হল। পশ্চিমবঙ্গে তো সবকিছুই ভুয়ো। আমরা স্বয়ং মুখ্যমন্ত্রীকে ভুয়ো নিয়োগপত্র তুলে দিতে দেখেছি। এখানে, ডাক্তার-উকিল-শিক্ষক-পুলিশ সবকিছুই ভুয়ো। চাকরি দিতে পারবেন না! কিন্তু, যুবক যুবতীদের সঙ্গে তামাশা করবেন কেন?” খড়্গপুরে ২২২ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠান শেষে এভাবেই কেন্দ্র সরকারের জয়গান গাওয়ার সাথে সাথে রাজ্য সরকারকে তুলোধুনা করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তুলে দেওয়া হল নিয়োগপত্র:

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশজুড়ে ‘মিশন নিযুক্তি’ বা ‘রোজগার মেলা’র আয়োজন করা হয়েছে। রেল, আইআইটি, পোস্ট অফিস সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যোগ্য হিসেবে বিবেচিত কর্মপ্রার্থীদের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়্গপুরে রেলের সুপারভাইজার ট্রেনিং স্কুলে এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। তবে, দুই সাংসদ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার-ও ছিলেন। এদিন অনুষ্ঠান শেষে, দিলীপ বললেন, “রাজ্য সরকারের দেখে শেখা উচিত। তাদের তো সবকিছুই ভুয়ো। মুখ্যমন্ত্রী নিজে ভুয়ো নিয়োগপত্র তুলে দিয়েছেন!” টেট আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার সম্পর্কে তিনি বলেন, “এখানে চাকরি চাইতে গেলে পুলিশের মার খেতে হয়, জেলে যেতে হয়। আর, নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীরা যুবকদের হাতে হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন।”

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের টাটায় আগমন, আর টেটে গমন হবে- এটা আমরা নয়, নেটমাধ্যমে সবাই বলছে।” ডিসেম্বরে সরকার পড়ে যাওয়া সম্পর্কে সুকান্ত বলেন, “আমরা জোর করে সরকার ফেলে দেওয়ার বিপক্ষে। তবে, পরিস্থিতি যা, তাতে মানুষ-ই এই সরকারকে উপড়ে ফেলে দেবে। মানিক ভট্টাচার্যকে জামিন না দেওয়ার কারণ হিসেবে আদালতে ইডি যা বলছে, তাতে বোঝাই যাচ্ছে, একে একে তৃণমূলের সব নেতাকেই জেলে যেতে হবে। তাতে আর সরকারটা থাকবে, কিভাবে?” সায়গল সম্পর্কে তিনি বলেন, “আমরা তো তৃণমূলের নেতাদের বলছি সবাই দিল্লিতে আসুন। কিন্তু, অনেকেই আসতে চাইছেন না ভয়ে! তবে, এটা নিশ্চিত সায়গলের সাইকেল চললেই তৃণমূলের অনেক নেতাকেই দিল্লিতে আসতে হবে।” অন্যদিকে, কুচবিহারের উদয়ন গুহ- দের ‘দাঁত উপড়ে’ নেওয়ার হুমকি প্রসঙ্গে দিলীপ, সুকান্ত একযোগে মন্তব্য করেন, “তৃণমূলের ওসব ছিঁচকে নেতা অনেক আছে! সবার অবস্থাই কেষ্টর মতো হবে।”

উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago