Recruitment

Primary Scam: বাতিল শিক্ষকদের তালিকা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়! হাজার হাজার শিক্ষকের চাকরি বাঁচাতে ডিভিশন বেঞ্চে পর্ষদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৬ জুন: পূর্ব মেদিনীপুর থেকে হুগলি, নদীয়া থেকে উত্তর দিনাজপুর কিংবা কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগণা- রাজ্য জুড়ে ২৬৯ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। যদিও, প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করেছে ২৭৩ জনের ১ নম্বর করে বাড়া হয়েছিল! তবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া মানিক ভট্টাচার্যের নেতৃত্বাধীন প্রাথমিক শিক্ষা পর্ষদ হঠাৎ কেন এই ২৭৩ জনের নম্বর-ই বাড়াতে গেল, তা নিয়ে সদুত্তর নেই কারুর কাছে! দায়সারা যুক্তি, আবেদনের ভিত্তিতে ২৭৩ জনের নম্বর বাড়ানো হয়েছিল! যে পর্ষদের কাছ থেকে সামান্য দাবি বা ন্যায্য অধিকার আদায় করতে কলকাতা হাইকোর্টে ছুটতে হয় চাকরি প্রার্থীদের, তারাই হঠাৎ কেন আগবাড়িয়ে মাত্র ২৭৩ জনের নম্বর বাড়িয়ে দিল, তা নিয়েই উঠেছে প্রশ্ন। উল্লেখ্য যে, ২০১৭- এর ডিসেম্বর মাসে (প্রথম তালিকা প্রকাশ ২০১৭ এর ফেব্রুয়ারিতে) হঠাৎ করে এই ২৬৯ (পর্ষদের মতে ২৭৩) জনের তালিকা প্রকাশ করা হয়। অপরদিকে, প্রশ্ন ভুলের জন্য এই নম্বর বাড়াতেই কয়েক হাজার প্রশিক্ষিত চাকরিপ্রার্থীকে আদালতের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে পরবর্তী চার বছর! শেষমেশ ২০২১ এর শেষের দিকে দুই দফায় প্রায় ৮৫০ (১২১ ও ৭৩৮) জনের নম্বর বাড়ানো হয়। আর তাই, পর্ষদের যুক্তি মানেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। দুর্নীতির তত্ত্বেই সিলমোহর দিয়ে, চাকরি বাতিল ও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

পূর্ব মেদিনীপুরের ভাইরাল তালিকা:

এদিকে, ২৬৯ জন বাতিল শিক্ষকের তালিকা গত ১৩ জুন, সোমবার-ই পর্ষদের তরফে পাঠিয়ে দেওয়া হয় জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে। গত ২-৩ দিনে সেই তালিকা সমাজ মাধ্যমে ভাইরাল-ও হয়ে গেছে। ঘুরে বেড়াচ্ছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে। ইতিমধ্যে, হুগলির আরামবাগের শাসকদলের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির দুই মেয়ে কিংবা পূর্ব বর্ধমানের বাম নেতার মেয়ের চাকরি বাতিল হওয়ার খবর-ও ভাইরাল হয়েছে। তালিকা অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের কন্টাই, তমলুক, এগরা, হলদিয়া প্রভৃতি এলাকার ৩০ জন বাতিল শিক্ষকের একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, হুগলিতে ৬৯, নদীয়াতে ১৪, বাঁকুড়ায় ১১, বর্ধমানে ১২ এরকম বাতিল শিক্ষকদের তালিকা ঘুরছে। তবে, তার থেকেও তাৎপর্যপূর্ণ হল রাজ্য জুড়ে আরও হাজার হাজার শিক্ষক এই মুহূর্তে দুঃশ্চিন্তায়! সূত্রের খবর অনুযায়ী, ২০১৪ টেট থেকে ২০১৭ ও ২০২১ এ যে নিয়োগ হয়েছে, সঠিকভাবে তদন্ত হলে নাকি ২০ থেকে ৩০ শতাংশের চাকরি নিয়ে টানাটানি হতে পারে। যদিও, মানতে নারাজ পর্ষদ। তবে, ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে, সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে। সোমবার হবে তার শুনানি। আর এ নিয়েই নিন্দুকেরা এখন বলছেন, শুধু ওই সমস্ত শিক্ষকরাই নয়, ভয় পেয়েছে পর্ষদ-ও!

হুগলির তালিকা :

হুগলির তালিকা:

নদীয়ার ভাইরাল তালিকা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago