Research

NASA: বিশ্ব জয়ের পথে মুড়ি বিক্রেতার ছেলে! মেদিনীপুরের বিশ্বজিৎ ডাক পেলেন নাসা থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: “থাকব নাকো বদ্ধ ঘরে….!” বাবা অতি সাধারণ এক মুড়ি বিক্রেতা। তাতে কি! ছেলে স্বপ্ন দেখেছিলেন বিশ্বজয়ের। তবে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখা ‘স্বপ্ন’ নয়, বরং ‘স্বপ্ন’ পূরণের তাগিদ তাঁকে এক মুহূর্ত-ও ঘুমোতে দেয়নি! তাই, ‘সোলার উইন্ড কন্ট্রোল অফ ওয়েভ অ্যাকটিভিটি ইন দ্য ম্যাগনেটোস্ফিয়ার’ নিয়ে প্রজেক্ট তৈরী করে, নাসা (NASA/ National Aeronautics and Space Administration)-তে গবেষণার ইচ্ছে প্রকাশ করেছিলেন মেদিনীপুর শহরের পালবাড়ির বাসিন্দা বিশ্বজিৎ ওঝা। স্বপ্ন পূরণের লক্ষ্যে বছর দুয়েক আগে আবেদন-ও জানিয়েছিলেন। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিশ্বজিতের! বাবা বিষ্ণুপদ ওঝা পেশায় মুড়ি বিক্রেতা। আর তাঁর ছেলেই গবেষণার জন্য ডাক পেয়েছেন নাসা (NASA) থেকে। যা আপামর মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর বাসীকে গর্বিত করল!

নিমগ্ন বিশ্বজিৎ:

মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রাক্তনী বিশ্বজিৎ। পরবর্তী সময়ে, পদার্থবিদ্যা (Physics) নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীন খড়্গপুর কলেজ (Kharagpur College) থেকে স্নাতক সম্পন্ন করে, শান্তিনিকেতনের বিশ্বভারতী (Visva-Bharati) থেকে স্নাতকোত্তর (মাস্টার ডিগ্রি) করেছেন। তারপর, মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম (IIG)- তে তরঙ্গ বা ওয়েভ (Wave) নিয়ে গবেষণা। রবিবার বেঙ্গল পোস্ট-কে বিশ্বজিৎ জানিয়েছেন, “তাঁর গবেষণার বিষয় হল তরঙ্গ। পৃথিবীর বাইরে প্রায় ৬ হাজার কিমি দূরে রয়েছে পৃথিবীর রেডিয়েশন বেল্ট। প্রায় ১৮ থেকে ২৪ হাজার কিমি দূরে সৌরজগৎ ও মহাকাশের বিভিন্ন দিক থেকে আসা প্রচুর পরিমাণে হাই এনার্জি পার্টিক্যাল পৃথিবীর দিকে আসতে থাকে। কিন্তু, সেই সব হাই এনার্জি পার্টিক্যাল গুলো বিভিন্ন তরঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হয়। তরঙ্গ গুলোর কাজই হচ্ছে, হাই এনার্জি পার্টিক্যাল গুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া, যাতে সেগুলো পৃথিবী পৃষ্ঠে আসতে না পারে।” বিশ্বজিতের লক্ষ্য হচ্ছে, সেই তরঙ্গ গুলোকে চিহ্নিত বা ডিটেক্ট করা। এর দ্বারা এটা জানা যেতে পারে যে, হাই এনার্জি পার্টিক্যাল গুলো কোথা থেকে আসছে এবং সেগুলিকে তরঙ্গ গুলি ডিটেক্ট করে কিভাবে ও কোন দিকে যেতে বাধ্য করছে।

বিশ্বজিতের গবেষণার বিষয়:

বিশ্বজিৎ বলেন, তাঁর এই গবেষণা সফল হলে একদিকে যেমন বিভিন্ন হাই এনার্জি পার্টিক্যাল গুলোকে পৃথিবীর দিকে আসা থেকে আটকানো যাবে। ঠিক তেমনই পৃথিবীর চারপাশে যে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, সেগুলোর ক্ষতি হওয়াও আটকানো যাবে। ইতিমধ্যেই, নাসার মহাকাশ বিজ্ঞানী ডেভিড সাইব্যাকের সঙ্গে ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মেদিনীপুরের বিশ্বজিৎ। পাশাপাশি বিশ্বজিৎ চান, “গোটা বিশ্বে মেদিনীপুরের নাম উঠে আসুক।” বিশ্বজিতের বাবা বিষ্ণুপদ ওঝা বলেন, ছেলের এই কাজে তিনি গর্বিত। তিনি চান, ছেলে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা পূরণ হোক এবং দেশ তথা বিশ্বের দরবারে নিজের এবং মেদিনীপুরের নাম উজ্জ্বল করুক। আপামর মেদিনীপুর বাসীও চাইছেন, “বিশ্বজিৎ বিশ্বজয় করুন।”

বিশ্বজিৎ ওঝা:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

7 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago