Social Work

Midnapore: উদ্যোগী থানার বড়বাবু! ম্লান মুখে ‘ভাষা’ ফোটাতে পশ্চিম মেদিনীপুরের বু্ড়িশোলে ‘প্রভাতের পাঠশালা’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: “এই-সব মূঢ় ম্লান মূক মুখে/ দিতে হবে ভাষা!” কবিগুরুর বাণীকেই যেন পাথেয় করেছেন থানার বড় বাবু। এগিয়ে এসেছেন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বৃন্দ তথা সমাজকর্মীরা। উদ্দেশ্য, আদিবাসী অধ্যুষিত গ্রামের দারিদ্র্য পীড়িত পরিবারের অসহায় শিশু গুলির মুখে শিক্ষার আলোক বর্ষণ করা! কারণ, একমাত্র শিক্ষাই পারে, প্রগাঢ় অন্ধকারের নিকষ কালো অভিশাপ থেকে প্রাণপণে একটা সমগ্র সমাজ, জাতি কিংবা সভ্যতা-কে মুক্ত করে আলোয় আলোয় ভরিয়ে দিতে। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল ঘেরা শালবনী ব্লকের তেমনই এক পিছিয়ে পড়া গ্রাম বুড়িশোল। অশিক্ষা আর অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকা এই গ্রামটিকেই তাই বেছে নেওয়া হয়েছে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য। বুড়িশোলের দিন আনা দিন খাওয়া পরিবারের শিশু’রা যেন পড়াশোনার প্রাত্যহিক জগৎ থেকে শত হস্ত দূরে! গ্রামের দশ মিটারের মধ্যেই প্রাথমিক স্কুল, তবে দারিদ্র্য আর অতিমারীর বিভীষিকায় দৈনন্দিন পড়াশোনার অভ্যেস থেকে শিশুরা যেন ক্রমেই বিচ্ছিন্ন হতে শুরু করেছিল! আর, তাই এই গ্রামেই হয়েছে প্রভাতের পাঠশালা। প্রত্যহ সকালে বুড়িশোল যাতে বর্ণপরিচয়ের কলরবে মুখরিত হয়, সেজন্যই এই সম্মিলিত উদ্যোগ!

বুড়িশোল গ্রামে প্রভাতের পাঠশালা :

শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, স্থানীয় বুড়িশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, এলাকার বাসিন্দা তথা গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় ‘ছত্রছায়া’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রবিবার (১৫ মে) থেকে প্রত্যন্ত এই বুড়িশোল গ্রামে শুরু হয়েছে প্রভাতের পাঠশালা। সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র ও অসহায় পরিবারের আকাশ, ঝিলিক, শ্রেয়া পূজা- রা এবার থেকে নিয়মিত পড়াশোনা করবে, এটাই সকলের স্বপ্ন! গ্রামের-ই বাসিন্দা, গৃহবধূ অপরূপা পাল এগিয়ে এসেছেন ওদের পাঠদান করতে। পাঠশালাটি সামগ্রিকভাবে দেখাশোনা করবেন স্থানীয় প্রধান শিক্ষক অভিজিৎ বাবু-ই। তাঁর মতে, “বিদ্যালয় আছে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও আছেন। তবে, দারিদ্র্য আর অসচেতনতার অন্ধকারে ডুবে থাকা গ্রামের পুরুষ-মহিলারা শিক্ষা-দীক্ষা বা ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে একেবারেই উদাসীন! ফলে, প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়াশোনার অভ্যেস ওদের নেই। আমরা স্কুলে চেষ্টা করলেও, মিড-ডে মিলের প্রতি ওদের যতখানি টান বা ভালোবাসা, পড়াশোনার প্রতি ততখানি নেই! তাছাড়াও, বছরের বিভিন্ন সময়ে স্কুল ছুটি থাকে। তাই, পড়াশোনার প্রতি ওদের ধারাবাহিক আগ্রহ এবং গ্রামে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতেই শালবনী থানার বড়বাবু এই উদ্যোগ নিয়েছেন। আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।” ‘ছত্রছায়া’র তরফে নুতন ঘোষ বললেন, “দারিদ্র্য অধ্যুষিত এই বুড়িশোল গ্রামে আমরা নানাভাবে সমাজসেবা চালিয়ে যাচ্ছি। গ্রামবাসীদের পাশে থাকার চেষ্টা করছি। অবশ্যই প্রতিটি ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেয়েছি। এবারও, উদ্যোগটা থানার বড়বাবুরই। আমরা শুধু সহযোগিতা করতে এগিয়ে এসেছি। ওই মৌন মলিন মুখ গুলিতে শিক্ষা আর সমৃদ্ধি’র হাসি ফোটানোই আমাদের সবার স্বপ্ন!”

সহযোগিতায় সমাজকর্মীরা:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago