Social Work

Midnapore: উদ্যোগী থানার বড়বাবু! ম্লান মুখে ‘ভাষা’ ফোটাতে পশ্চিম মেদিনীপুরের বু্ড়িশোলে ‘প্রভাতের পাঠশালা’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে: “এই-সব মূঢ় ম্লান মূক মুখে/ দিতে হবে ভাষা!” কবিগুরুর বাণীকেই যেন পাথেয় করেছেন থানার বড় বাবু। এগিয়ে এসেছেন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বৃন্দ তথা সমাজকর্মীরা। উদ্দেশ্য, আদিবাসী অধ্যুষিত গ্রামের দারিদ্র্য পীড়িত পরিবারের অসহায় শিশু গুলির মুখে শিক্ষার আলোক বর্ষণ করা! কারণ, একমাত্র শিক্ষাই পারে, প্রগাঢ় অন্ধকারের নিকষ কালো অভিশাপ থেকে প্রাণপণে একটা সমগ্র সমাজ, জাতি কিংবা সভ্যতা-কে মুক্ত করে আলোয় আলোয় ভরিয়ে দিতে। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল ঘেরা শালবনী ব্লকের তেমনই এক পিছিয়ে পড়া গ্রাম বুড়িশোল। অশিক্ষা আর অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকা এই গ্রামটিকেই তাই বেছে নেওয়া হয়েছে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য। বুড়িশোলের দিন আনা দিন খাওয়া পরিবারের শিশু’রা যেন পড়াশোনার প্রাত্যহিক জগৎ থেকে শত হস্ত দূরে! গ্রামের দশ মিটারের মধ্যেই প্রাথমিক স্কুল, তবে দারিদ্র্য আর অতিমারীর বিভীষিকায় দৈনন্দিন পড়াশোনার অভ্যেস থেকে শিশুরা যেন ক্রমেই বিচ্ছিন্ন হতে শুরু করেছিল! আর, তাই এই গ্রামেই হয়েছে প্রভাতের পাঠশালা। প্রত্যহ সকালে বুড়িশোল যাতে বর্ণপরিচয়ের কলরবে মুখরিত হয়, সেজন্যই এই সম্মিলিত উদ্যোগ!

বুড়িশোল গ্রামে প্রভাতের পাঠশালা :

শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস, স্থানীয় বুড়িশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, এলাকার বাসিন্দা তথা গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় ‘ছত্রছায়া’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রবিবার (১৫ মে) থেকে প্রত্যন্ত এই বুড়িশোল গ্রামে শুরু হয়েছে প্রভাতের পাঠশালা। সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র ও অসহায় পরিবারের আকাশ, ঝিলিক, শ্রেয়া পূজা- রা এবার থেকে নিয়মিত পড়াশোনা করবে, এটাই সকলের স্বপ্ন! গ্রামের-ই বাসিন্দা, গৃহবধূ অপরূপা পাল এগিয়ে এসেছেন ওদের পাঠদান করতে। পাঠশালাটি সামগ্রিকভাবে দেখাশোনা করবেন স্থানীয় প্রধান শিক্ষক অভিজিৎ বাবু-ই। তাঁর মতে, “বিদ্যালয় আছে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও আছেন। তবে, দারিদ্র্য আর অসচেতনতার অন্ধকারে ডুবে থাকা গ্রামের পুরুষ-মহিলারা শিক্ষা-দীক্ষা বা ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে একেবারেই উদাসীন! ফলে, প্রতিদিন সকাল-সন্ধ্যা পড়াশোনার অভ্যেস ওদের নেই। আমরা স্কুলে চেষ্টা করলেও, মিড-ডে মিলের প্রতি ওদের যতখানি টান বা ভালোবাসা, পড়াশোনার প্রতি ততখানি নেই! তাছাড়াও, বছরের বিভিন্ন সময়ে স্কুল ছুটি থাকে। তাই, পড়াশোনার প্রতি ওদের ধারাবাহিক আগ্রহ এবং গ্রামে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতেই শালবনী থানার বড়বাবু এই উদ্যোগ নিয়েছেন। আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।” ‘ছত্রছায়া’র তরফে নুতন ঘোষ বললেন, “দারিদ্র্য অধ্যুষিত এই বুড়িশোল গ্রামে আমরা নানাভাবে সমাজসেবা চালিয়ে যাচ্ছি। গ্রামবাসীদের পাশে থাকার চেষ্টা করছি। অবশ্যই প্রতিটি ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেয়েছি। এবারও, উদ্যোগটা থানার বড়বাবুরই। আমরা শুধু সহযোগিতা করতে এগিয়ে এসেছি। ওই মৌন মলিন মুখ গুলিতে শিক্ষা আর সমৃদ্ধি’র হাসি ফোটানোই আমাদের সবার স্বপ্ন!”

সহযোগিতায় সমাজকর্মীরা:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago