Society

Plantation: কথা দিয়ে কথা রাখলেন, যত ভোটে জিতেছেন ততগুলি গাছ লাগানো শুরু করলেন পশ্চিম মেদিনীপুরের শান্তনু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: ভোটের সময় সাধারণ মানুষকে দেওয়া ‘প্রথম প্রতিশ্রুতি’ রক্ষা করলেন পশ্চিম মেদিনীপুরের ‘শিক্ষক’ তথা সদ্য জয়ী জেলা পরিষদের সদস্য শান্তনু দে। নিজের জেলা পরিষদ এলাকা তথা গড়বেতা ১নং ব্লককে সবুজে মুড়ে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে শুক্রবার থেকেই বনদপ্তর, পুলিশ-প্রশাসন, শিক্ষক, সমাজকর্মী তথা সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে সবুজ চারা গাছ রোপন করা শুরু করলেন শান্তনু। অন্যান্য উন্নয়নমূলক প্রতিশ্রুতির সাথে সাথেই, নিজের জেলা পরিষদ আসনে যত ভোটে জিতবেন, ততগুলি গাছ লাগানোর অঙ্গীকারও করেছিলেন শান্তনু। গড়বেতা ১ নং ব্লকের অন্তর্গত জেলার (পশ্চিম মেদিনীপুর) ৪৯ নম্বর জেলা পরিষদ আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশিষ্ট শিক্ষক নেতা শান্তনু দে ১৭ হাজার ৬৩২ ভোটে পরাজিত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে (বিজেপি প্রার্থীকে)। আর, তারপরই নিজের দেওয়া ‘সবুজ-প্রতিশ্রুতি’ রক্ষা করতে, নিজের জেলা পরিষদ এলাকা তথা সমগ্র গড়বেতা জুড়ে ১৭,৬৩২ চারা গাছ রোপন এবং সেগুলি সঠিকভাবে লালন-পালন করতে উদ্যোগী হয়েছেন তিনি।

শান্তনু-র বৃক্ষরোপণ :

গড়বেতা ১নং ব্লকের চারটি অঞ্চল (৪নং শ্যামনগর, ৫নং ধাদিকা, ৬নং আগরা এবং ৭নং বেনাচাপড়া) নিয়ে নিজের জেলা পরিষদ এলাকা হলেও, শুক্রবার (গড়বেতা ১নং ব্লকের) ১০নং গড়ঙ্গা অঞ্চলে অবস্থিত নিজের স্কুল (ধন্যাডিহা প্রাথমিক বিদ্যালয়, গরবেতা পূর্ব চক্র) সংলগ্ন খেলার মাঠের তিন দিক সুন্দর করে বেড়া দিয়ে প্রায় সাড়ে তিনশো গাছ লাগানোর মধ্য দিয়ে শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য শান্তনু তাঁর অঙ্গীকার পালনের শুভ সূচনা করলেন। পলাশ, দেবদারু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শাল, মেহগনি, পেঁপে এবং আমগাছ রোপন করা হলো এদিন। গড়বেতার বাসিন্দা শান্তনু জানান, “শুধু গাছ লাগানোই নয়, এগুলিকে সঠিকভাবে প্রতিপালন করতে হবে। তবেই, আমার অঙ্গীকার বা আমাদের সকলের প্রচেষ্টা সার্থক হবে। চেষ্টা করব প্রতিটি গাছ-ই বড় করে তোলার। এই মহৎ উদ্দেশ্য পালনে বনদপ্তর এবং আমার শুভানুধ্যায়ী সকল শিক্ষক ও সমাজকর্মীরা আগামী দিনেও সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। কারণ, এই সমাজ আমাদের সকলের। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া তাপমাত্রায় কাবু এই সমাজকে সবুজে মুড়ে না দিলে, আগামী দিনে আরো ভয়ংকর সময় আসছে!” দলমত নির্বিশেষে সকলেই শিক্ষক, সমাজকর্মী ও জেলা পরিষদের সদস্য শান্তনু-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে, শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক ও সমাজকর্মীরা আরও আটশোর বেশি গাছ দত্তক নিয়ে যান গড়বেতা থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জেলার একাধিক শিক্ষক, সমাজকর্মী এবং বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। (ছবি ও তথ্য- মৃত্যুঞ্জয় সামন্ত।)

বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলে:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

5 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

1 week ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago