Sports

Midnapore: গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন! মুগ্ধ করল মেদিনীপুরের মাস্টার মশাইদের বার্ষিক ক্রীড়ার শোভাযাত্রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি:’গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম।’ কিংবা, ‘কুমোর পাড়ার গরুর গাড়ি…গাড়ি চালায় বংশীবদন।’ রবি ঠাকুরের ‘সহজপাঠ’ ফুটে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষকদের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। পালকি চেপে বিশ্বম্ভর বাবুর সাজে এক ছাত্রকে দেখে মুগ্ধ শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা! ঠিক একইভাবে গরুর গাড়ি চেপে দেখা গেল বংশীবদনের সাজে অপর এক ছাত্রকে। এছাড়াও, সহজপাঠ ও বর্ণপরিচয়ের নানা ছবি অপরূপভাবে ফুটিয়ে তোলা হয় জেলাস্তরীয় বার্ষিক ক্রীড়ার শোভাযাত্রাতে। শোভাযাত্রাতে শিক্ষক ও শিক্ষিকারা ধরা দিয়েছিলেন যথাক্রমে সাদা ধুতি ও পাঞ্জাবি এবং লাল পাড় সাদা শাড়িতে। বৃহস্পতিবার বিকেল নাগাদ গড়বেতা থানার চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে উদ্বোধন হয় ৪৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। জেলার ৫১টি চক্রের প্রায় ৪৫০ জন প্রতিযোগীকে নিয়ে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হবে মোট ৩৬টি ইভেন্টের খেলা।

গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন:

বিজ্ঞাপন (Advertisement):

বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনের পর সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লেজার শো-র মাধ্যমে তুলে তোলা হয় মেদিনীপুরের ক্রীড়া, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য। সেই সঙ্গে অবিভক্ত মেদিনীপুরে প্রাথমিক কোরার ইতিহাসে তুলে ধরা হয় এই অনিন্দ্য সুন্দর লেজার শো-র মধ্য দিয়ে। যার পরিকল্পনায় ছিলেন শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। রচনা ও কন্ঠে ছিলেন যথাক্রমে শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র এবং শুভদীপ বসু। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক সুজয় হাজরা প্রমুখ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের তরফে ছিলেন চেয়ারম্যান অনিমেষ দে সহ অন্যান্য আধিকারিকরা। অনিমেষ বলেন, “বর্ণাঢ্য শোভাযাত্রা এবং তারপর মেদিনীপুরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে ৪৪তম জেলা বার্ষিক ক্রীড়ার উদ্বোধন হয়েছে। শুক্রবার হবে খেলাগুলি।”

গাড়ি চালায় বংশীবদন:

অপরদিকে, প্রাথমিকের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া এবার আয়োজিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। প্রায় ১৭ বছর পর এই দায়িত্ব পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC)। প্রথমে ঠিক হয়েছিল রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হবে জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামি। তবে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদের তরফে হঠাৎ করেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ রাজ্য ক্রীড়া অনুষ্ঠিত হবে শালবনী স্টেডিয়ামে (নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে)। যা নিয়ে জেলার শিক্ষক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনিয়ে চেয়ারম্যান অনিমেষ দে জানিয়েছেন, “বিজ্ঞপ্তি দেখেছি। তবে, এই মুহূর্তে আমরা সবাই জেলা স্পোর্টস নিয়ে ব্যস্ত।”

সাদা ধুতি-পাঞ্জাবিতে শিক্ষকরা:

মার্চ পাস্ট:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago