Weather Update

Weather Update: ৪২ ডিগ্রির দাবদাহে দগ্ধ হলো মেদিনীপুর সহ জঙ্গলমহলের জনজীবন! সপ্তাহ শেষেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: এখনও আসেনি বৈশাখ। চৈত্র শেষেই (২২ চৈত্র) ৪২ ডিগ্রি পেরিয়ে গেল শহর মেদিনীপুরের তাপমাত্রা! শুক্রবারের ভয়াবহ তাপপ্রবাহে কার্যত পুড়ে ছারখার হয়ে গেছে দক্ষিণবঙ্গের জঙ্গল অধ্যুষিত তথা পশ্চিমাঞ্চলের জেলাগুলি! আগুন ঝরানো রোদ আর গরম বাতাসের (লু বা তাপপ্রবাহ) দাপটে প্রাণ ওষ্ঠাগত হয়েছে জঙ্গলমহলের বাসিন্দাদের। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) আবহাওয়া বিভাগের (Meteorological Park) তরফে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, শুক্রবার জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩২ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৩.৬৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঘাম বেরোনোর মূলে থাকা আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)-র সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮.৯ শতাংশ (বায়ুমণ্ডলে)।

গরমে ওষ্ঠাগত প্রাণ:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, এদিন সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রেও জানা গেছে, জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪১ পেরিয়ে গিয়েছে! এছাড়াও, ৪০-র উপরে তাপমাত্রা ছিল পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এও জানা গেছে, এদিন মেদিনীপুর শহর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পানাগড় প্রভৃতি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ থেকে ৪২ ডিগ্রির আশেপাশে! শুক্রবার পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান) তাপপ্রবাহের সতর্কতা (হলুদ সতর্কতা/Yellow Alert) জারি করা হয়েছিল আগেই। শুক্রবার সন্ধ্যা অবধি জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির হয়নি বলেই জানা গেছে।

তবে, শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই জেলাগুলিতে! আর তারপরই তাপমাত্রার পারদ খানিক নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, এই গরমে সুস্থ থাকার জন্য চিকিৎসকদের তরফে দুপুরের রোদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, তেল-মশলা জাতীয় খাবারের পরিবর্তে শসা, তরমুজ সহ বিভিন্ন রসালো ফলমূল বেশি করে খাওয়ার উপদেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। সারাদিনে বেশি করে জল এবং সরবত, ORS-র মতো তরল পানীয় খাওয়ার কথাও বলেছেন চিকিৎসকেরা।

দামাল ছেলেদের পুকুরে ঝাঁপ:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago