দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই শিলাবৃষ্টি নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বিস্তীর্ণ এলাকায়। গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড় এলাকার মাকলি, পাথরপাড়া, ভাল্লুকবাসা, বনকাটা প্রভৃতি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। ফলে, ওই এলাকার প্রায় কয়েকশো বিঘা আলু’র ক্ষতি হওয়ার সম্ভাবনা! এ নিয়ে জেলার কৃষি আধিকারিক দুলাল দাস অধিকারী জানিয়েছেন, “শুক্রবার সকালে বোঝা যাবে ক্ষতির পরিমাণ। তবে, মাঠে থাকা আলু ও সবজির ক্ষতি তো হবেই।”
প্রসঙ্গত, প্রাক বসন্তের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস ছিল গত কয়েকদিন ধরেই। কিছু এলাকায় শিলা বৃষ্টির পূর্বাভাসও ছিল। গত রবিবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়নি। তবে, তারপর থেকেই হু হু করে বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর আবহাওয়া দপ্তর এর তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পেয়ে হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই, হঠাৎ করে আজ বিকেলে মেদিনীপুর ও খড়্গপুর শহর জুড়ে একটা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যায়। আকাশে মেঘ থাকলেও সন্ধ্যা অবধি বৃষ্টি হয়নি। কিন্তু, জেলার পশ্চিম অংশে অর্থাৎ গড়বেতার গোয়ালতোড় এলাকায় ব্যাপক শিলা বৃষ্টি হয়। রাত্রি নাগাদ জেলা শহর মেদিনীপুর সহ জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, মাঠে এখনও পড়ে আছে পোখরাজ আলু, তোলা হয়নি জ্যোতি আলুও। শিলা বৃষ্টির ফলে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার চাষিরা!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…