দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৭ জানুয়ারি: ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি! দুশ্চিন্তার কালো মেঘ কৃষকদের কপালে! আগামী সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টির আশঙ্কা বাংলার জেলায় জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আর দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই তুষারপাতের সম্ভাবনা বাড়বে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপরেও কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পাওয়াতেই এই পরিস্থিতি। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই, গত মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে আজ শুক্রবার (৭ জানুয়ারি) অবধি মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রামেও তাপমাত্রা বেড়েছে ক্রমান্বয়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গত চারদিন মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৮.৬৭, ৯.৬, ১০.৪ এবং ১২.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। থাকবে মেঘলা আকাশ! বুধবার থেকে শুক্রবার অবধি হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভবনা। তবে, শুক্রবার সকাল থেকে বৃষ্টি কমে আসার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যে, কুয়াশার সর্তকতাও জারি করা হয়েছে। সব মিলিয়ে, ফের একবার, পশ্চিমবঙ্গের আলু চাষিদের মাথায় হাত!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…