Weather Update

Midnapore Weather: মাঘের জাড়ে কাঁপছে মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রাম! এক ধাক্কায় ৪ ডিগ্রি কমে ফের ১০ ডিগ্রির ঘরে জঙ্গলমহল, ‘মরণ কামড়’ বলছে হাওয়া অফিস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২০ জানুয়ারি: আপাতত মাঘের জাড়ে কাঁপছে জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে বীরভূম শুক্রবার জঙ্গলমহলের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে! গতকালের তুলনায় যা প্রায় ৪ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলিতে এক ধাক্কায় একেবারে ৪ ডিগ্রি পারদ পতনে ফের একবার শীতে জুবুথুবু দশা বাসিন্দাদের।‌ অন্যদিকে, বারবার তাপমাত্রার উঠানামা আর আলো-আঁধারি আবহাওয়াতে জ্বর-সর্দি-ঠান্ডা লাগার প্রকোপও বাড়ছে আট থেকে আশি সকলের। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আপাততো ২২-২৩ জানুয়ারি পর্যন্ত জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বজায় থাকবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

ফের শীতে জুবুথুবু জঙ্গলমহল:

শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর‌ শহর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৪.৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, গড় তাপমাত্রা এই মুহূর্তে ২০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছিতেই অবস্থান করছে। শুক্রবার সকাল থেকেই মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গে ছিল কুয়াশার দাপট, সঙ্গে হাড়কাঁপানো হিমেল হাওয়া। বেলার পর অবশ্য আকাশ পরিস্কার হয়। দেখা মেলে রোদের। আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গে এরকমই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে, এই ক’দিনের ঠান্ডাই হয়তো হতে চলেছে চলতি মরশুমে শীতের ‘মরণ কামড়’, এমনটাও মনে করিয়ে দিচ্ছে হাওয়া অফিস।

News Desk

Recent Posts

Medinipur: মেদিনীপুরে মন্ত্রীর খাসতালুকেই নার্সিংহোম করতে বাধা দেওয়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: নার্সিংহোম তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগের তীর…

14 hours ago

IIT Kharagpur: প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: ভারতের প্রাচীনতম আইআইটি (Indian Institute of Technology)।…

4 days ago

Midnapore: “চার বার আক্রমণ করেছিল জেলিফিশ…”, বাড়ি ফিরলেন ইংলিশ চ্যানেল ‘বিজয়িনী’ আফরিন, রাজকীয় সংবর্ধনা মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: চার চার বার আক্রমণ করেও তাঁকে থামাতে…

5 days ago

Medinipur: তিনটি চোখ, বিরল-দর্শন বাছুরের জন্ম ঘিরে শোরগোল সবংয়ে! পশু চিকিৎসক যা জানালেন…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: এর আগে দু'টি মুখ, চারটি চোখ নিয়ে…

6 days ago

Medinipur: “সেই ঘটনাই নাড়িয়ে দিয়েছিল মন…”, ঘাটালের বিজ্ঞান মেলায় নজর কাড়ল ‘অ্যান্টি সুইসাইড ফ্যান’; ভাবনা মিলে গেল IIT খড়্গপুরের সাথেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: সিলিং ফ্যানের উপর চাপ পড়লেই তা নিচে…

7 days ago

Medinipur: ‘কারুর স্যালাইন চলছে, কেউ বিষ হাতে নিয়ে…!’ সর্বস্ব খুইয়ে হাহাকার দাঁতনে, ব্যাঙ্ক আধিকারিকদের বন্দী করলেন গ্রাহকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: কেউ ১ লক্ষ খুইয়েছেন তো কেউ ১০…

1 week ago