গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে:
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন:গভীর রাতে দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে বাইক ও সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দু’জনই। দু’জনকেই উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে। তবে, আঘাত গুরুতর হওয়ায় তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ এক বাইক আরোহীর সঙ্গে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ক্ষীরপাই পৌরসভার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে হালদারদিঘির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, হালদারদিঘি থেকে ঘাটালের দিকে সাইকেল-আরোহী যাচ্ছিলেন, অপরদিকে চন্দ্রকোনার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী। তাদের মুখোমুখি ধাক্কা হয় বলে জানা গেছে। ঘটনায় সাইকেল-আরোহী দীপশঙ্কর পান ও মোটর সাইকেল আরোহী অরিজিৎ মন্ডল দু’জনই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দু’জনকেই উদ্ধার করে তৎক্ষণাৎ ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে। তবে, দু’জনই গুরুতর জখম হয়েছেন, তাই তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…