Accident

পূর্ব মেদিনীপুরের কলেজ থেকে M.Ed এর সার্টিফিকেট নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বিজেপি নেত্রীর, স্বামী-কন্যাও গুরুতর আহত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২৮ অক্টোবর: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পৌরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের! বুধবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি শিক্ষক শিক্ষণ কলেজ থেকে ফেরার পথে তমলুকের কাছে নিমতৌড়িতে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন তাঁর স্বামী ও নাবালিকা কন্যা! তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে, তিস্তা-কে মৃত ঘোষণা করা হয়, স্বামী ও কন্যা চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র উদ্যোগে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে! শুভেন্দু ছাড়াও, কলকাতার ডাকাবুকো এই নেত্রী’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শোকপ্রকাশ করেছেন শাসকদলের নেতা-নেত্রীরাও।

দুমড়েমুচড়ে যাওয়া তিস্তাদের গাড়ি :

জানা গেছে, M.Ed (Master in Education) -এর শংসাপত্র নিয়ে নিজেদের গাড়িতে করে ফিরছিলেন তিস্তা বিশ্বাস ও তাঁর পরিবার। ফেরার পথেই ওই দুর্ঘটনা ঘটে! আচমকাই নিমতৌড়ির কাছে পিছন থেকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁদের গাড়িতে। পিছনের আসনে বসে ছিলেন তিস্তা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৩ এর তিস্তা’র! গুরুতর আহত হয়েছেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাস ও মেয়ে অবন্তিকা বিশ্বাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিস্তা-কে মৃত ঘোষণা করা হয় এবং তাঁর স্বামী ও কন্যা’র প্রাথমিক ভাবে সেখানেই চিকিৎসা শুরু হয়। রাতে তিস্তার মেয়ে অবন্তিকা (১২) এবং স্বামী গৌরবকে তমলুক জেলা হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, শুভেন্দু অধিকারীর উদ্যোগে। গৌরব জানান, “হেঁড়িয়ার কলেজ থেকে তিস্তার এমএড-এর শংসাপত্র নিয়ে ফিরছিলাম। নিমতৌড়ির কাছে একটি লরি ব্রেকডাউন হয়ে পড়েছিল। আমরা বুঝতে পারিনি। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়তেই তাতে পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে!” কলকাতায় তিস্তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিস্তা বিশ্বাস (৪৩) :

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

20 mins ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

4 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

15 hours ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

2 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

2 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

2 days ago