Containment Zone

‘গন্ডীবদ্ধ’ করেছে প্রশাসন, মাস্ক ছাড়াই ঘুরছে জনগণ! মেদিনীপুরে টাঙানো হলেও খড়্গপুরে এখনও ‘মাইক্রো কনটেনমেন্ট’ ব্যানারই পড়েনি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৭ অক্টোবর: জেলা প্রশাসনের নির্দেশিকা আসার পরই মঙ্গলবার গভীর রাতে ‘গন্ডীবদ্ধ’ করা হল জেলা শহর মেদিনীপুরের রবীন্দ্রনগর, বিধাননগর ও বার্জ টাউনের নির্দিষ্ট কিছু এলাকা। সংক্রমণের নিরিখে আজ (বুধবার) থেকে আগামী সাত দিনের জন্য (২ নভেম্বর পর্যন্ত) এই এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে এই এলাকাগুলিতে। দোকান-বাজার-যানবাহন চলাচল সব কিছুই বন্ধ থাকবে। বন্ধ থাকবে এই এলাকার সরকারি ও বেসরকারি অফিসও। তবে, অনুমতি সাপেক্ষে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত বিষয়গুলি চালু থাকবে। মাইক্রো কনটেনমেন্ট জোন গুলিতে সংক্রমণ রুখে দেওয়ার জন্যই জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও, বাস্তবে দেখা গেল হুঁশ নেই সাধারণ মানুষের মধ্যেই! বুধবার সকালে মেদিনীপুর শহরের বার্জটাউন, বিধাননগর, রবীন্দ্রনগর- তিনটি এলাকাতেই একই দৃশ্য চোখে পড়ল। রাস্তার উপরে টাঙানো আছে জেলা পুলিশের ‘মাইক্রো কনটেনমেন্ট জোন’ এর ব্যানার, নীচে রাস্তা দিয়ে বিনা মাস্কেই অবাধে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ! অন্যদিকে, মেদিনীপুরে গতকাল রাত থেকেই পুলিশ প্রশাসনের এই ব্যানার টাঙানো হলেও, খড়্গপুর শহরের মাইক্রো কনটেনমেন্ট জোন গুলিতে এখনও অবধি (দুপুর ১ টার খবর অনুযায়ী) তাও পড়েনি! পুলিশ জানিয়েছে, “ব্যানার তৈরি করতে দেওয়া হয়েছে, এসে গেলেই টাঙিয়ে দেওয়া হবে!”

উপরে টাঙানো ব্যানার, নীচে মাস্ক ছাড়াই বাইকে প্রৌঢ় :

এদিকে, ‘মাইক্রো কনটেনমেন্ট জোন’ এলাকার বাসিন্দাদের যাতে কোন অসুবিধায় না পড়তে হয়, সেজন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে একাধিক ফোন নম্বর দেওয়া হয়েছে। ওই নম্বর গুলিতে ফোন করলেই বাসিন্দাদের বাড়িতে পৌঁছে যাবে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র। জেলা পুলিশের তরফে যে ফোন নম্বর গুলি দেওয়া হয়েছে সেগুলি হল- 9593931122/9064482650/9547889541/8373061254 (প্রয়োজনীয় জিনিসপত্রের জন)। ওষুধের জন্য- 9733564330/7001066052। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনগরের SBI ব্যাঙ্কের পিছনের অংশ থেকে শুরু করে ABTA অফিস এবং চিকিৎসক হৃষীকেশ দে (গোলোকপতি ভবন)’র চেম্বারের রাস্তা এবং আপনজন হোটেলের বাম দিকের রাস্তা গন্ডীবদ্ধ করা হয়েছে। অন্যদিকে, বিধান নগরের SAMSUNG SERVICE CENTER এর গলি, পি সি চন্দ্র জুয়েলার্স এর গলি, ডাকবাংলো রোড এবং বিধাননগর মাঠ সংলগ্ন এলাকা গন্ডীবদ্ধ করা হয়েছে। অপরদিকে, বার্জ টাউনের DTDC ক্যুরিয়ার সার্ভিসের গোডাউন অর্থাৎ বিজ্ঞান মঞ্চের গলি গন্ডীবদ্ধ করা হয়েছে।

ব্যানারে দেওয়া হয়েছে জেলা পুলিশের বিভিন্ন হেল্পলাইন নম্বর :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago