Administration

Midnapore Jhargram: মঙ্গলবার মেদিনীপুরে মুখ্যমন্ত্রী! তার আগেই সরছেন ঝাড়গ্রামের এসপি বিশ্বজিৎ ঘোষ, আসছেন অরিজিৎ সিনহা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৫ মে:পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দিয়েই পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ১০ মে, মঙ্গলবার দুপুরেই তিনি পৌঁছে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে। ওই দিন দুপুর তিনটের সময় মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। উপস্থিত থাকবেন, জেলার প্রশাসনিক সর্বস্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এরপর, বুধবার (১১ মে) বেলা ১২ টায় মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠক করবেন। এরপরই, তিনি পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। সেখানেও একইভাবে, দু’টি বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সাংবাদিক বৈঠক করে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। এদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে, দুই জেলাতেই এখন সাজে সাজ রব!

মুখ্যমন্ত্রী আসছেন মেদিনীপুর সফরে :

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই বদলি করা হল, ঝাড়গ্রামের পুলিশ সুপার বা এসপি (Superintendent of Police)-কে। বিশ্বজিৎ ঘোষের পরিবর্তে নতুন জেলা পুলিশ সুপার হয়ে আসছেন অরিজিৎ সিনহা। বিশ্বজিৎ-কে বিধাননগর পুলিশ কমিশনারেট এর ডিসি, ডিডি (DC, DD) করা হচ্ছে। অন্যদিকে, অরিজিৎ সিনহা কলকাতা পুলিশের ডি.সি ট্রাফিক (Deputy Commissioner, Traffic) পদে ছিলেন। তাঁকে অরণ্য সুন্দরী ঝারগ্রাম এর পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, ২০১৭ সালে সুন্দরবনে দায়িত্বে থাকাকালীন জলদস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান (Special Operation) চালিয়ে ‘বিখ্যাত’ হয়েছিলেন তরুণ আইপিএস অরিজিৎ সিনহা। এবার, তাঁকে একসময়ের মাও অধ্যুষিত ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, সম্প্রতি ঝাড়গ্রাম জেলায় বিভিন্নভাবে মাও আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে। পোস্টার, নকল মাইন‌ উদ্ধার সহ ধারাবাহিক ঘটনা ঘটেছে। যদিও, একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হয়তো ঝাড়গ্রাম নিয়ে আরও কঠোর পদক্ষেপ চাইছেন! সেজন্যই, তাঁর সফরের আগেই বদলে দেওয়া হল এসপিকে।

আইপিএস বিশ্বজিৎ ঘোষ:

অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফর ঘিরে দলীয় মহলেও চাপা উত্তেজনা তৈরি হয়েছে! শোনা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবৈধভাবে গাছকাটা ও পাচার সহ একাধিক বিষয় নিয়ে তিনি অসন্তুষ্ট! এই বিষয়ে তিনি জেলার নেতা ও জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিতে চলেছেন বলে জানা গেছে। অন্যদিকে, দুই জেলাতেই গোষ্ঠী রাজনীতির চোরা স্রোত বয়ে যাচ্ছে। এ নিয়েও তিনি পদক্ষেপ করতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়-কে সরিয়ে সুব্রত বক্সীকে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি, শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন ইস্যুতে প্রাক্তন শিক্ষামন্ত্রী বেশ চাপে ছিলেন। স্বাভাবিকভাবেই, জেলাস্তরেও মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে দলেরই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

আইপিএস অরিজিৎ সিনহা:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago