Administration

পশ্চিম মেদিনীপুরের স্কুলে স্কুলে এবার ‘ফলের বাগান’! জেলা প্রশাসনের উদ্যোগে খুশি শিক্ষক-অভিভাবকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: ছাত্র-ছাত্রীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং সবুজায়নের উদ্দেশ্যে রাজ্য সরকার আগেই পরিকল্পনা করেছিল, এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হচ্ছে। বিদ্যালয় চত্বরে লাগানো হবে ফলের গাছ। পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় এক হাজার স্কুল’কে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। ‘একশো দিনের কাজ’ প্রকল্পকে কাজে লাগিয়ে স্কুলে স্কুলে ফলের চারা রোপন করা হবে। এর ফলে সবুজায়ন এবং সুস্থ পরিবেশ যেমন গড়ে উঠবে, ঠিক তেমনই অপুষ্টিতে ভোগা শিশুদের ভিটামিনের চাহিদাও কিছুটা পূরণ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাই, অভিভাবক এবং শিক্ষক’রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলাশাসকের কার্যালয় :

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৫০০ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০৪৬ টি উচ্চ বিদ্যালয় আছে, এর মধ্যে ৫৮০ টি প্রাথমিক বিদ্যালয়, ২৪৩ টি উচ্চ বিদ্যালয় এবং ২৪২ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফলের বাগান তৈরি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও, ৬ টি মাদ্রাসা ও ৪ টি আশ্রম হস্টেলেও বাগান তৈরি করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, জেলার প্রায় ১০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ১ টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ৪ টি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফলের বাগান গড়ে উঠতে চলেছে। সবমিলিয়ে প্রায় ৮৬, ৩৮৪ টি চারাগাছ লাগানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “সবুজায়ন ও সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের দিকটিও উন্নত হবে। বিভিন্ন বিদ্যালয়েই ইতিমধ্যে এই ধরনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বা হচ্ছে; তার সাথে প্রশাসনের এই উদ্যোগ, সেই প্রক্রিয়া’কে আরও ত্বরান্বিত করবে।”

ফলের বাগান (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago