Administration

পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু বিষই! ঝাড়গ্রাম-পূর্ব মেদিনীপুর সহ ২১ জেলায় নতুন মুখ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এর চেয়ারম্যান মনোনীত হলেন, শিক্ষক নেতা কৃষ্ণেন্দু বিষই (Krishnendu Bisoi)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা সহ ২১ টি জেলায় নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলায় গত দেড় বছর ধরে (২০২০’র ১৩ ফেব্রুয়ারির পর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন, ডি আই (জেলা বিদ্যালয় পরিদর্শক, প্রাথমিক) তরুণ সরকার। কৃষ্ণেন্দু ছিলেন প্রাইমারি বোর্ডের সরকারি প্রতিনিধি। এবার, সেই কৃষ্ণেন্দু-কেই নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল রাজ্য শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে। দীর্ঘদিন পর স্থায়ী চেয়ারম্যান পেল জেলার শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য যে, চন্দ্রকোনা রোড জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। রাজ্য ও জেলা জুড়ে শিক্ষক নেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল। অন্যদিকে, গড়বেতা- ৩ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে তিনি নিজের প্রশাসনিক দক্ষতারও পরিচয় দিয়েছেন। এদিকে, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি জেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খুশি ও গর্বিত জেলার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা! কৃষ্ণেন্দু-কে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের বর্ষীয়ান শিক্ষক নেতা তথা জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেছেন, “একজন প্রাথমিক শিক্ষকই শিক্ষকদের প্রকৃত সমস্যা বুঝতে পারবেন এবং সেই মতো সমাধানের চেষ্টা করবেন। তাই রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।” কৃষ্ণেন্দু-কে শুভেচ্ছা জানিয়েছেন শাসকদলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা’ও। আর, কৃষ্ণেন্দু বলেছেন, “চেয়ারম্যান হওয়ার আগেও শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা’র কথা রাজ্যে তুলে ধরেছি। এবার, দায়িত্ব আরও বেড়ে গেল। সকলের সহযোগিতা নিয়ে, জেলার প্রাথমিক শিক্ষা’র প্রসারে কাজ করে যেতে চাই।”

চেয়ারম্যান-দের তালিকা :

শাসকদলের জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে পশ্চিম মেদিনীপুর DPSC’র নতুন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই :

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলায় নতুন চেয়ারম্যান হয়েছেন শিক্ষক নেতা জয়দীপ হোতা। তিনি ওই জেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। পূর্ব মেদিনীপুরে চেয়ারম্যান হয়েছেন শিক্ষক হাবিবুর রহমান। বাঁকুড়া’র চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক বসুমিত্র পন্ডা। পুরুলিয়া’র চেয়ারম্যান হয়েছেন শিক্ষক রাজীব লোচন সরেন। বীরভূমের চেয়ারম্যান হয়েছেন প্রলয় নায়েক। হাওড়া ও হুগলি-তে যথাক্রমে- কৃষ্ণা ঘোষ ও শিল্পা নন্দী। এছাড়াও, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ রাজ্যের মোট ২১ টি জেলার ডিপিএসসি (District Primary School Council)- তে নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন বৃহস্পতিবার।

জেলাশাসক ডঃ রশ্মি কমলের সঙ্গে কৃষ্ণেন্দু বিষই (ছবি- সংগৃহীত) :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago